স্লোভেনিয়ার ব্লেড গ্রাম, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
কোনও একটি জায়গাকে পর্যটন শিল্পে বিশেষভাবে তুলে ধরা হলে জায়গাটির মান তো বাড়েই, সঙ্গে অনেকাংশেই জায়গাটির আর্থিক উন্নতিও হয়। এমনই এক জায়গা তার সুন্দর হিমশীতল ঝিল, ঝিলের মধ্যেকার ছোট্ট দ্বীপ এবং সেখানকার খাড়া বাঁধের উপর তৈরি চার্চের জন্যে বিখ্যাত।
এই গ্রামকে রাষ্ট্রসংঘের তরফে বিশ্ব পর্যটনের সর্বশ্রেষ্ঠ তালিকার আওতায় আনা হয়েছে। গ্রামের মানুষদের আর্থিক উন্নয়নের ব্যবস্থা করা এবং গ্রামটির নিজস্ব সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্লোভেনিয়ার একটি শান্ত গ্রাম ব্লেডকে রাষ্ট্রসংঘ এই সম্মানে ভূষিত করেছে। যে জায়গাগুলি নিজেদের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যকে সংরক্ষণ করে পর্যটন শিল্পের উন্নতিতে সহায়তা করে তাদেরকেই রাষ্ট্রসংঘের তরফে এই সম্মান দেওয়া হয়।
স্লোভেনিয়ার পর্যটন বোর্ডের দেওয়া হিসাব অনুযায়ী ব্লেডে প্রায় ৮ হাজারের মত মানুষ বসবাস করেন। এই সম্মানে ভূষিত হয়ে ব্লেড স্লোভেনিয়ার পর্যটনে একটা নতুন ঠিকানায় পরিণত হল। এর আগে ২০২১ সালে সোলকাভা ও রাদভ্লজিকা এবং ২০২২-এ বোহিঞ্জকে এই সম্মানে ভূষিত করা হয়।
ব্লেডের এই হিমশীতল ঝিলের ধারে একটি পুরনো দুর্গ রয়েছে। যারমধ্যে একটি সংগ্রহশালা, খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য প্রার্থনার জায়গা এবং একটি ছাপাখানা রয়েছে। ঝিলের মধ্যে একটি ছোট্ট দ্বীপে মাতা মেরির কাছে প্রার্থনা করার জন্য খাড়া বাঁধের উপর তৈরি একটি ছোট্ট চার্চ এবং ঘণ্টাঘর রয়েছে।
২০২৫ সালের সর্বশ্রেষ্ঠ পর্যটন গ্রাম বাছাইয়ের পঞ্চম পর্বে আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থেকে সবমিলিয়ে ৫২টি গ্রামকে সম্মানিত করা হয়েছে। ‘ইউনাইটেড নেশনস ট্যুরিজম’-এর ৬৫টি সদস্য দেশ থেকে ২৭০-এর বেশি আবেদনপত্রের মধ্যে বাছাইপর্ব চলেছে।
এই বাছাইপর্ব থেকে পাওয়া নতুন ৭২টি গ্রাম সহ মোট ৩১৯টি গ্রাম বর্তমানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পর্যটন গ্রামের অংশরূপে পরিচিতি পেল। এই গোটা প্রক্রিয়াটি চিনের হুঝোউ শহরে আয়োজিত হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…