World

১ নম্বরে সিঙ্গাপুর, ৫৯ নম্বরে দিল্লি

বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি? সে প্রশ্নের উত্তর উঠে এল স্কাইট্রাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড-এর হাত ধরে। যাঁরা বিমানে যাতায়াত করেন তাঁদের মধ্যে এ প্রশ্ন সবচেয়ে বেশি। তাঁরা নিজেদের অভিজ্ঞতা থেকেও অনেক সময় একটি বিমানবন্দরকে সেরা বলে থাকেন। কিন্তু সব মাপকাঠি খতিয়ে দেখে যথার্থই কোন বিমানবন্দর সেরা তা ঘোষণা করল স্কাইট্র্যাক্স। অবশ্য গত ৭ বারের বিজয়ী এবারও বিজয় মুকুট জিতে নিয়েছে। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর ফের জিতে নিয়েছে প্রথম স্থান। এই পুরস্কার দেওয়ার জন্য যাত্রীদের মতামত সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।

ভারতবাসী হিসাবে সকলের মনে হতেই পারে যে ভারতের কোন বিমানবন্দর তালিকায় জায়গা পেল? কতই বা তার স্থান? ব্রিটেনের স্কাইট্র্যাক্স প্রথম ১০০টি বিমানবন্দরকে তালিকায় স্থান দিয়েছে। তারমধ্যে ভারতের ৪টি বিমানবন্দর জায়গা পেয়েছে। দিল্লি বিমানবন্দর ৫৯ তম স্থান পেয়ে ভারতের মধ্যে সবচেয়ে ওপরে অবস্থান করছে। ২০১৮ সালে দিল্লি বিমানবন্দরেরে স্থান ছিল ৬৬ নম্বরে। ফলে তারা কিছুটা ওপরে উঠেছে। গত বছর ৬৩ নম্বরে থাকা মুম্বই বিমানবন্দর এবার একধাপ নেমে ৬৪ নম্বরে জায়গা পেয়েছে। হায়দরাবাদ বিমানবন্দর ১০ ধাপ এগিয়ে ৬৬ তম স্থান পেয়েছে। বেঙ্গালুরু বিমানবন্দর ৫ ধাপ নেমে ৬৯ তম স্থান অর্জন করেছে। তালিকায় কলকাতা বিমানবন্দরের নাম নেই।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর প্রথম স্থানে টানা ৭ বার থেকে গেল। এই বিমানবন্দরে রয়েছে রুফটপ সুইমিং পুল, ২টি সিনেমা হল, শপিং করার এলাহি বন্দোবস্ত, বিমানবন্দরে অপেক্ষার সময় যথেষ্ট বিনোদনের বন্দোবস্ত, এয়ারপোর্ট হোটেলটিও সকলের প্রিয়। সব মিলিয়ে সুযোগ সুবিধা এতটাই যে যাত্রীদের মন পেতে তাদের অসুবিধা হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *