স্ত্রীকে খোরপোশ দেওয়া এড়াতে ৬ কোটি টাকার চাকরি ছেড়ে দিলেন এক ব্যক্তি
স্ত্রীকে মোটা টাকার খোরপোশ দিতে হতে পারে। এটা বুঝতে পেরে বাৎসরিক ৬ কোটি টাকা মাইনের চাকরি ছেড়ে দিলেন এক ব্যক্তি। তাতেও অবশ্য রেহাই পাননি।
স্ত্রীর সঙ্গে না থেকে অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এক ব্যক্তি। স্ত্রী ও ৪ সন্তানের সঙ্গেও তিনি থাকা বন্ধ করে দেন। তাদের ফেলে ওই মহিলার সঙ্গে থাকতে শুরু করেন। এটা জানতে পেরে স্ত্রী খোরপোশ চেয়ে আদালতে যান।
সেকথা জানতে পেরেই ওই ব্যক্তি এক আশ্চর্য পদক্ষেপ করেন। তাঁর যা মাইনে তাতে তাঁকে মোটা টাকার খোরপোশ গুনতে হবে, এটা আন্দাজ করে তিনি বাৎসরিক ৬ কোটি টাকা মাইনের চাকরি থেকে ইস্তফা দেন।
এমন পদক্ষেপ যে তিনি করতে পারেন তা কারও ধারনাই ছিলনা। শুধু তাই নয়, সিঙ্গাপুরে কর্মরত ওই ব্যক্তি চাকরি ছাড়ার সঙ্গে সঙ্গে সিঙ্গাপুরও ছাড়েন। চলে যান তাঁর নিজের দেশ কানাডায়। যেখান থেকে তিনি ২০১৩ সালে সস্ত্রীক সিঙ্গাপুরে এসেছিলেন।
ওই ব্যক্তির চাকরি ছেড়ে কানাডায় যাওয়ার ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালে। তারপর তাঁকে সিঙ্গাপুরের আদালত থেকে বারবার ডেকে পাঠানো হলেও তিনি আসেননি। ফলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
অবশেষে বেগতিক বুঝে ওই ব্যক্তি ভিডিও কলে আদালতের মুখোমুখি হন। আদালত বুঝতে পারে ওই ব্যক্তি মোটা অঙ্কের খোরপোশ থেকে বাঁচতেই তাঁর চাকরি ছেড়ে দেশে পালান।
বিরক্ত বিচারপতি নির্দেশ দেন ২০২৩ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের জন্য ওই ব্যক্তিকে ৪ কোটি টাকা স্ত্রীকে প্রদান করতে হবে। এরপর মাসে মাসে ১৫ লক্ষ টাকা করে ওই ব্যক্তিকে দিতে হবে বলে নির্দেশ দেয় আদালত।
স্ত্রী তাঁর সন্তানদের নিয়ে সিঙ্গাপুরেই থাকতে ইচ্ছুক। অন্যদিকে ওই ব্যক্তি কানাডা থেকে ফিরছেন না। কেবল তাঁকে মাসে মাসে টাকা পাঠিয়ে যেতে হবে। অবশ্যই ভারতীয় মুদ্রায় নয়, প্রদান করতে হবে ডলারে। এই ঘটনাটি সিঙ্গাপুরের সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর বিশ্বের নানা সংবাদমাধ্যমে খবর হয়।













