Sports

পাখির মত চেহারা, গায়ে মাংস বাড়াও, কাকে বলেছিলেন শোয়েব আখতার

ভারতীয় ক্রিকেটের অন্যতম অলরাউন্ডারের সঙ্গে একবার দুবাইতে তাঁর কথা হয়েছিল। তখনই তাঁকে গায়ে মাংস বাড়াতে বলেছিলেন শোয়েব আখতার। নিজেই জানালেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

Published by
News Desk

ভারত পাকিস্তান সম্পর্ক মোটেও মধুর নয়। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পাক ক্রিকেটারদের সম্পর্ক মাঠের বাইরে বেশ ভাল বলেই পরিচিত।

পাকিস্তান বোলিং আক্রমণের সর্বকালের অন্যতম সেরা নাম শোয়েব আখতার ভারতের এক অলরাউন্ডারের সঙ্গে একবার দুবাইতে কথা বলেছিলেন। সে কথাই জানালেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

শোয়েব জানান হার্দিক পাণ্ডিয়া ও যশপ্রীত বুমরাহ, ২ জনের চেহারাই পাখির মতন। হার্দিকের পিঠে তিনি হাত দিয়ে দেখেছেন যে পিঠের দিকের পেশী থাকলেও তা তেমন শক্তসমর্থ নয়। মাংস নেই পেশীতে।

ফাইল : ল্যাকমে ফ্যাশন উইকের ব়্যাম্পে হার্দিক পাণ্ডিয়া, ছবি – আইএএনএস

শোয়েব তখন হার্দিককে দেহের পেশীগুলিতে মাংস বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন। এও বলেছিলেন যে যদি পেশীতে মাংস ঠিকঠাক না লাগে তাহলে যে কোনও সময় আঘাত লাগতে পারে।

হার্দিক তার উত্তরে তাঁকে জানিয়েছিলেন এই পেশী নিয়েই তিনি অনেক দিন ধরে ক্রিকেট খেলে চলেছেন। শোয়েব জানান, তাঁর সঙ্গে হার্দিকের এই কথাগুলো হওয়ার দেড় ঘণ্টা পরই হার্দিক গুরুতর চোট পান।

হার্দিক পাণ্ডিয়া ভারতের অন্যতম ভরসা হলেও হালে একের পর এক চোট আঘাতে তিনি ভুগছেন। যদিওবা ভারতের হয়ে গত ১ বছরে নেমেছেন, তো সেখানে ভাল ফল করতে পারেননি।

ফাইল : আইপিএলে ভূলুণ্ঠিত যশপ্রীত বুমরাহ, ছবি – আইএএনএস

শোয়েব এও বলেন যে, তাঁর এই বয়সেও পিঠের পেশীতে যথেষ্ট মাংস রয়েছে। এখনও তা যথেষ্ট শক্তসমর্থ। ভারতীয় বোলিং আক্রমণের স্তম্ভ যশপ্রীত বুমরাহদেরও শরীর ভাল করতে হবে বলে জানান এই প্রাক্তন পাক পেসার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts