Entertainment

হাওয়ায় উড়ে গেল পোশাক, শিল্পার জীবনে ‘মেরলিন মনরো মোমেন্ট’

Published by
News Desk

হলিউডের ডাকসাইটে অভিনেত্রী মেরলিন মনরো-র সেই বিখ্যাত ছবিটা মনে আছে? দ্যা সেভেন ইয়ার ইচ সিনেমায় তাঁর সাদা পোশাকের নিচের অংশ হাওয়ায় উড়ে উঠে গিয়েছিল ওপরের দিকে। কোনও ক্রমে লজ্জা বাঁচাতে হাত দিয়ে চেপে ধরেছিলেন সেই পোশাক। তাতেও পোশাক উড়ে প্রায় কোমর অবধি অনাবৃত হয়ে পড়ে তাঁর। সে ছবি চিরকালীন হয়ে গেছে। মেরলিন মনরো বললেই অনেকের চোখের সামনে ওই ছবিটাই ফুটে ওঠে। এবার ঠিক সেই কাণ্ড ঘটল বলিউড তারকা শিল্পা শেঠীর সঙ্গে।

পাশেই সমুদ্র। তার পাশে গাঢ় কমলা রঙের পোশাকে ক্যামেরায় পোজ দিচ্ছিলেন শিল্পা। হাওয়া বইছিল হুহু করে। সমুদ্রের ধারে যেমন বয় আরকি! এদিকে পোজ নিয়ে সচেতন শিল্পা বুঝতেই পারেননি হাওয়া কখন তাঁর পোশাকের সঙ্গে খেলা করতে করতে তা উড়িয়ে তাঁর পায়ের উর্ধ্বাংশ অনাবৃত করতে শুরু করেছে। আচমকা একটা দমকা হাওয়া যেভাবে তাঁর পোশাককে উড়িয়ে নিয়ে কোমরের নিচের অংশকে অনাবৃত করে তুলছিল তাতে তা শিল্পার জন্য চরম লজ্জার হতে পারত। কিন্তু শেষ মুহুর্তে বুঝতে পেরে ছবির পোজ ফেলে কোনওক্রমে হাত দিয়ে পোশাকটিকে চেপে ধরেন তিনি। মুখে একটা লজ্জার হাসি।

এই ভিডিও কিন্তু ভাইরাল করে দিয়েছেন শিল্পা নিজেই। তিনিই ঘটনার ২ দিন পর এই ভিডিওটিকে সোশ্যাল সাইটে পোস্ট করেন। নিজেই বলেন এটা তাঁর মেরলিন মনরো মোমেন্ট। সেই ভিডিও সামনে আসতেই তা ভাইরাল হয়ে যায়। শিল্পার সেই পোশাক বিভ্রাট এখন নেটিজেনদের চর্চার বিষয়। যাঁরা দেখেননি তাঁরাও দ্রুত সেই ভিডিও দেখে নিচ্ছেন। শিল্পা নিজেই পরামর্শ দিয়েছেন স্লো মোশনের ভিডিও-র শেষ পর্যন্ত দেখার জন্য। ফলে ভিডিও শেষ না হওয়া পর্যন্ত দেখছেন সকলে। আর সেই শেষেই তৈরি হয় সেই বিখ্যাত মেরলিন মনরো মোমেন্ট। শিল্পার পোশাক ওড়ে হাওয়ায়। আর তা চেপে ধরে চমকিত লজ্জার সেই বিখ্যাত হাসি হাসেন শিল্পা শেঠী কুন্দ্রা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts