প্রেমে পড়েছেন শিখর ধাওয়ান, প্রেমিকাটি কে এবং তাঁর সাফল্য জানলে অবাক হবেন
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান প্রেমে পড়েছেন। সেটা কিন্তু কোনও গুঞ্জন নয়। শিখর নিজেই সেকথা স্বীকার করেছেন। প্রেমিকা যেমন সুন্দরী তেমনই এক সফল তরুণী।

শিখর ধাওয়ানের জীবনে কিছুদিন আগেই ঝড় বয়ে গেছে। তাঁর বিবাহিত জীবনে ইতি টানা হয়ে গেছে। স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান খেলোয়াড়টির। সেই ধাক্কা সামলে অবশ্য ফের প্রেমে পড়েছেন শিখর ধাওয়ান।
তিনি যে প্রেমে পড়েছেন তা খোলাখুলি জানাতে দ্বিধা করেননি শিখর। সোশ্যাল মিডিয়ায় সেকথা স্পষ্ট করে দিয়েছেন। আর তা জানানোর পরই তাঁর প্রেমিকা কে, তিনি কোথায় থাকেন, কি করেন সবকিছু নিয়ে খোঁজখবর শুরু হয়ে যায়।
শিখর নিজেই জানিয়েছিলেন প্রেমিকা সোফি শাইনের নাম। সোশ্যাল মিডিয়ার যুগে নাম পেলে তাঁর সম্বন্ধে খোঁজ পেতে বেশি সময় লাগেনা। সোফি ভারতীয় নন। তিনি আয়ারল্যান্ডের মেয়ে। যেমন তিনি সুন্দরী। তেমনই তিনি পড়াশোনায় এক সফল ব্যক্তিত্ব।
মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্টে তাঁর ডিগ্রি রয়েছে। যদিও কলেজ জীবন থেকেই তিনি অত্যন্ত উজ্জ্বল এক ছাত্রী। এখন তিনি কাজ করছেন আবুধাবি-তে। একটি সংস্থার সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট তিনি। তাঁর মূল কাজ প্রোডাক্ট কনসালটেন্টের।
সাধারণভাবে ক্রিকেটারদের সঙ্গে কোনও তারকা বা জনপ্রিয় কোনও নারীর সম্পর্কের কানাঘুষো শোনা যায়। ভিন দেশের কোনও কর্পোরেট ব্যক্তিত্ব নারীর সঙ্গে শিখর ধাওয়ানের প্রেমটা তাই সেদিক থেকেই চমকপ্রদ।
তবে সোফি নিজেও সোশ্যাল মিডিয়ায় শিখর ধাওয়ানের সঙ্গে তাঁর কাটানো কিছু মুহুর্তের ছবি ভাগ করে নিয়েছেন। তবে কি সোফিকেই নিজের জীবনসঙ্গী করতে চলেছেন শিখর ধাওয়ান? এ উত্তর অবশ্য পাওয়া যায়নি।