 
						বলিউডের সোনালি দুনিয়া তাঁকে স্বাগত জানিয়েছে। সঞ্জয় লীলা বনশালির প্রযোজনায় ছবি ‘মালাল’-এ অভিনয় দিয়ে বলিউডে পা রেখেছেন অভিনেত্রী শরমিন সেগল। এক প্রশ্নের উত্তরে শরমিন জানান, তাঁকে অনেক কিছুই অন স্ক্রিন করতে হবে। তা তিনি জানেন। তবে তিনি এখন অন স্ক্রিন নগ্ন হতে প্রস্তুত নন। তিনি কোনও সঙ্গম দৃশ্যেও অভিনয় করতে এখন রাজি নন। এর বাইরে সব ধরনের অভিনয়ে তিনি প্রস্তুত।
শরমিন এখনই নগ্ন দৃশ্যে অভিনয় করতে রাজি নন বলে জানালেও এমন দৃশ্যে যে তিনি কোনও দিন অভিনয় করবেন না তেমন কোনও ধনুরভাঙা পণও করেননি। বরং জানিয়েছেন, এমন কিছু দৃশ্যে অভিনয় করতে গেলে আত্মবিশ্বাসী হওয়া জরুরি হয়। একজন তরুণ বা তরুণী সবে অভিনয় জগতে পা দিয়ে এই আত্মবিশ্বাস পায়না। তাকে তৈরি হতে হয়।
শরমিন আরও জানিয়েছেন, তিনি সমাজের তৈরি লিঙ্গভেদে বিশ্বাস করেননা। যেমন একটি ছেলে হলে সে গালি দিতে পারে, কিন্তু একটি মেয়ে পারেনা। কেন? হয় এমন হবে যে তা কোনও ছেলের জন্যও খারাপ, কোনও মেয়ের জন্যও খারাপ। অথবা কারোর জন্যই খারাপ নয়। শুধু খারাপ কথা বলেই নয়, অনেক কিছুতেই ছেলেদের জন্য ঠিক মেয়েদের জন্য খারাপ, সমাজের এমন বিভাজন তিনি সঠিক মনে করেননা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













