Sports

৫৭টি ছয়, ২৭টি চার, ৫০ ওভারে একাই করলেন ৪৯০!

ক্রিকেটে রেকর্ড তৈরি হয়। রেকর্ড ভাঙেও। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্লাব ক্রিকেটে যে রেকর্ড তৈরি হল তা সহজে ভাঙা যাবে বলে মনে করছেন না বিশ্বের তাবড় ক্রিকেট বোদ্ধাও। কী সেই রেকর্ড? দক্ষিণ আফ্রিকার ক্লাব ক্রিকেটে এনডব্লিউইউ পুক্কে ক্লাবের হয়ে ৫০ ওভারের ম্যাচে ব্যাট করতে নামেন ২০ বছর বয়সী যুবা ক্রিকেটার শেন ড্যাডসওয়েল। ব্যাট হাতে নামার পরই শুরু হয় মাঠে চার, ছয়ের বন্যা। বন্যা না বলে তাণ্ডব বলাই হয়তো উচিত হবে। কারণ ৫০ ওভারের একটি ম্যাচে যে রান কোনও দল তুলতে পারেনা, শেন তা তুলেছেন একাই। একাই করেছেন ৪৯০ রান! যা তুলতে তিনি ৫৭টি ছক্কা হাঁকিয়েছেন। চার মেরেছেন ২৭টি। শুধু চার, ছয় দিয়েই স্কোর বোর্ডে নিজের নামের পাশে ৪৫০ রান যোগ করেন এই আশ্চর্য প্রতিভা। বাকি রানটা তোলেন ছুটে।

তবে হ্যাঁ, শেন ড্যাডসওয়েলের কৃতিত্বের এখানেই শেষ নয়। ওই ম্যাচেই প্রতিপক্ষের বিরুদ্ধে বল করে ৩২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন এই অলরাউন্ডার। তাঁর ৪৯০ রান নিয়ে গোটা বিশ্বের পত্রপত্রিকাতে লেখালিখি শুরু হয়েছে। এমন অবিস্মরণীয় ব্যাটিং প্রতিভা আগামী দিনে দক্ষিণ আফ্রিকার মুখ রাখবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *