Sports

ব্যাঙ্ক অফ বরোদার মুখ হচ্ছেন ভারতীয় মহিলা ক্রিকেটের বিস্ময় বালিকা

ব্যাঙ্ক অফ বরোদা এবার তাদের ব্র্যান্ড এন্ডোরসার করতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেটের বিস্ময় বালিকাকে। মঙ্গলবারই প্রয়োজনীয় কাগজপত্রে সইসাবুদ হয়ে গিয়েছে।

শতাব্দী প্রাচীন একটি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি খুশি। ব্যাঙ্ক অফ বরোদার ব্র্যান্ড এন্ডোরসার হিসাবে নিয়োজিত হওয়ার পর এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালিকা হিসাবে পরিচিত শেফালি বর্মা। তাঁর ক্ষমতায় বিশ্বাস ও ভরসা রাখার জন্য ব্যাঙ্ক অফ বরোদাকে ধন্যবাদও জানান শেফালি।

ব্যাঙ্কিং ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে ব্যাঙ্ক অফ বরোদার যে ভবিষ্যতমুখী ভাবনা রয়েছে তাকে সাধুবাদ জানিয়ে শেফালি জানিয়েছেন সেই দৌড়ে যে ব্যাঙ্ক তাঁকে বেছে নিয়েছে তাতে তিনি খুশি। তিনি তাঁর সাধ্যমত প্রচেষ্টা করবেন ব্যাঙ্ক অফ বরোদার এই লক্ষ্য পূরণ যাতে হয় সেদিকে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়ার বিরল সম্মান রয়েছে শেফালির ঝুলিতে। আইসিসি তাঁকে মহিলা ক্রিকেটের অন্যতম বিস্ময় বলে চিহ্নিত করেছিল।

এখন ভারতীয় মহিলা দলের হয়ে ক্রিকেটের সব ফরম্যাটে খেলছেন শেফালি। তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ। ভারতের হয়ে তিনি সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

শেফালিকে সঙ্গে পাওয়া নিয়ে ব্যাঙ্ক অফ বরোদার তরফে জানানো হয়েছে, তাদের ব্যাঙ্ক সবসময় ভারতের উদীয়মান ও প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থেকেছে। তাঁদের সঙ্গে ব্যাঙ্ককে যুক্ত করেছে। খেলোয়াড়দের যাত্রাপথে তাদের ব্যাঙ্ক সর্বদা সঙ্গী হয়েছে।

শেফালিকে নিয়ে এখন ব্যাঙ্ক অফ বরোদা কতটা তাদের লক্ষ্য পূরণ করতে পারে তা সময় বলে দেবে। তবে খেলোয়াড়দের এই সম্মান অবশ্যই তাঁদের আরও ভাল খেলায় উৎসাহ যোগায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *