National

বসল কৃষি সেস, বাড়ল পরিষেবা কর

Service Taxযাবতীয় করযোগ্য পরিষেবায় বুধবার থেকে লাগু হল কৃষি কল্যাণ সেস। ফলে সব কিছুরই দাম বাড়ল। কৃষির উন্নয়নে পরিষেবা করের ওপর শূন্য দশমিক ৫ শতাংশ অতিরিক্ত কর আরোপ করার কথা বাজেটেই জানিয়েছিলেন অর্থমন্ত্রী অরুণ জেঠলি। সেই প্রস্তাবই এদিন থেকে লাগু হল। কৃষি কল্যাণ সেস আরোপ হওয়ায় দেশে পরিষেবা কর ১৫ শতাংশে গিয়ে ঠেকল। ফলে বিমান বা ট্রেনের টিকিট থেকে শুরু করে মোবাইলের খরচ। অথবা রেস্তোরাঁ বা বীমার প্রিমিয়ামের খরচ সবই বাড়ছে। যার সরাসরি প্রভাব পড়ছে দেশের আমজনতার ওপর। করের বাড়তি বোঝা বইতে হবে তাঁদেরই। এদিকে মঙ্গলবার মধ্যরাত থেকে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের লিটার পিছু দাম বেড়েছে ২ টাকা ৫৮ পয়সা। ডিজেলের লিটার পিছু দাম বেড়েছে ২ টাকা ২৬ পয়সা। পেট্রোল, ডিজেলের পর বেড়েছে ভর্তুকিহীন গ্যাসের দামও। ভর্তুকিহীন গ্যাসের দাম সিলিন্ডার পিছু বেড়েছে ২১ টাকা। এছাড়া বিমানের জ্বালানির খরচও বেড়েছে। ৯ দশমিক ২ শতাংশ বাড়ানো হয়েছে জ্বালানির খরচ।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button