SciTech

উপকূলে দেখা মিলল একদম নতুন এক মাছের, নামকরণও হয়ে গেল

সমুদ্রে জন্ম নিল একদম এক নতুন মাছ। এই মাছ আগে ছিলনা। এটি যে একদম নতুন প্রকারের মাছ তা নিশ্চিত করেছে সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইন্সটিটিউট।

এ মাছ এর আগে দেখা যায়নি সমুদ্রে। হঠাৎই দেখা মিলল তার। বিশেষজ্ঞদের মতে মাছটি নতুন করে জন্ম নিয়েছে। জলেই তৈরি হয়েছে। তবে এটি কুইন মাছের গোত্রের মধ্যে পড়ে। কিন্তু এটি যে একেবারেই এক নতুন মাছ তা নানা পরীক্ষার পর নিশ্চিত করেছে সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইন্সটিটিউট।

কেরালার সমুদ্র উপকূলে এই নতুন মাছের দেখা মিলেছে। এটি নতুন মাছ এ বিষয়টি নিশ্চিত হওয়ার পর মৎস্য বিশেষজ্ঞেরা এর নামকরণ করেছেন স্কোমবিরয়েডস পেলাগিসাস। কিন্তু এটা তো স্থানীয়ভাবে সাধারণ মানুষ বলবেন না। তাঁরা এর নাম দিয়েছেন পোলা ভাত্তা মাছ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

পোলা ভাত্তা নামে এই নতুন মাছটির দেহ ডিম্বাকার। মাথাটি কুইন প্রজাতির মাছের মতই। গায়ের রং রুপালি। পিঠে কাঁটা রয়েছে।

ভারতীয় জলসীমার মধ্যে ৬০ ধরনের ক্যারানগিড জাতীয় মাছ পাওয়া যায়। যার মধ্যে ৪টি কুইন প্রজাতির। এটিও সেই প্রজাতির মধ্যেই পড়ে। কীভাবে নতুন মাছের প্রকার এখানকার জলে জন্ম নিল তা এখনও পরিস্কার করেননি বিজ্ঞানীরা।

ভারতীয় জলসীমার জীব বৈচিত্র্য অবশ্যই এই নতুন আবিষ্কারের ফলে আরও শক্তিশালী হল। নতুন একটি মাছ যুক্ত হল তালিকায়।

এটা ভাল ইঙ্গিত যে এখানে জলে নতুন মাছ তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এদের রক্ষা করা, বেঁচে থাকার মত জলীয় পরিবেশ দেওয়া এখন যাঁরা জলসম্পদ সামলানোর দায়িত্বে রয়েছেন তাঁদের অন্যতম কর্তব্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *