Lifestyle

এখানেও গিয়ে বিয়ে করা সম্ভব, এ দেশে এমন বিয়ে এই প্রথম হল

এ দেশে যে এমন বিয়ে সম্ভব তা কেউ হয়তো ভাবতেও পারতেন না। সেটাই এবার বাস্তবে ঘটে গেল। এমন এক অভিনব বিয়ের সাক্ষী হল গোটা দেশটা।

Published by
News Desk

মানুষ বিয়ের দিনটা চিরকালই স্মরণীয় করে রাখতে চান। এই তাগিদ থেকে বিয়ে ক্রমশ তার চেনা পরিচিত প্রচলিত পরম্পরা হারিয়ে ফেলছে। এখনকার প্রজন্ম বিয়েতে একটা চমক দিতে চাইছে। যা অন্য কারও সঙ্গে মিলবে না। তাঁদের বিয়েটা হবে একদম আলাদা।

বিয়ের মধ্যে অনেকেই খুঁজে পেতে চাইছেন এক রোমহর্ষক অভিজ্ঞতা। সৌদি আরবের মত দেশেও তাই ভাঙছে বিয়ের চেনা ছন্দ। প্রথা ভাঙা বিয়ে এশিয়ার আরব রাজ্যের বৃহত্তম দেশকেও নাড়িয়ে দিল এবার। বালির রাজ্যে ছক ভাঙা এ বিয়ে হল সমুদ্রের তলদেশে।

সৌদি আরব বালি আর মরুভূমির দেশ হলেও তার পশ্চিম অংশ জুড়ে রয়েছে লোহিত সাগর বা রেড সি। সেই লোহিত সাগরের তলায় এই প্রথম সৌদি আরবের এক বৈবাহিক সম্পর্ক তৈরি হল।

সে দেশে এমন বিয়ে এই প্রথম। সমুদ্রের তলায় বিয়ে এর আগেও হয়েছে। তবে সৌদি আরবে এই প্রথম কেউ সমুদ্রের তলায় বিয়ে করলেন।

যাঁরা জলের তলায় বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা দক্ষ ডুবুরি। সমুদ্রের তলায় ডুব দেওয়ার অভ্যাস তাঁদের আছে। তাই জলের তলায় জীবনের অন্যতম সেরা মুহুর্তটাও চিরদিনের করে রাখতে চাইলেন তাঁরা।

সেই সঙ্গে সৌদি আরবে এমন বিয়ের ইতিহাস গড়ে ফেললেন। তাঁদের এই জলের তলার বিবাহ সজ্জা তৈরি করেছিলেন অন্য ডুবুরিরা। তাঁরাই জলের তলায় বিয়ের উপযুক্ত সাজসজ্জার ব্যবস্থা করেন। তাঁরা সাক্ষীও থাকেন এই জলের তলার বিয়েতে। এই বিয়ে ইতিমধ্যেই তাবড় সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে।

Share
Published by
News Desk