দিল্লি-হরিয়ানা সীমান্তে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল জাতীয় পর্যায়ের ৪ ভারোত্তোলকের। গুরুতর আহত ২ ভারোত্তোলক। যাঁদের মধ্যে ১ জন সক্ষম যাদব। ২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য সোনার পদক এনে দিয়েছেন তিনি। পুলিশ জানাচ্ছে, দিল্লি পানিপথ হাইওয়ে ওয়ান ধরে সুইফট ডিজায়ার গাড়িতে করে ফিরছিলেন এই ৬ ভারোত্তোলক। দিল্লির আলিপুর গ্রামের কাছে রাত ৪টে নাগাদ গাড়িটি প্রথমে দ্রুত গতিতে ডিভাইডারে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পাশের একটি বিদ্যুতের খুঁটিতে। দুর্ঘটনার ভয়াবহতায় গাড়ির চাল উড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জাতীয় পর্যায়ের ভারোত্তোলকের। আহত ২ ভারোত্তোলককে দ্রুত দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের প্রাথমিক অনুমান ঘন কুয়াশা থাকার জন্য দৃশ্যমানতা ছিল খুবই কম। তারমধ্যে গাড়ির গতিও ছিল যথেষ্ট। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।