National

গানের পর এবার পাগড়ি, জনপ্রিয়তার অন্য রাস্তায় হাঁটছেন শচীন

রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট এবার অন্য রাস্তা ধরলেন জনপ্রিয়তাকে ধরে রাখতে। ইন্টারনেটকেই হাতিয়ার করলেন তিনি। গানের পর এবার পাগড়িতেও হিট শচীন।

রাজনীতিতে বাবার দেখানো পথে হেঁটে রাজেশ পাইলটের ছেলে শচীন পাইলট এখনও কংগ্রেসের তরুণ প্রজন্মের নেতাদের অন্যতম মুখ। যদিও রাজস্থানে অশোক গেহলৌত সরকারে তিনি এখন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।

হালে শচীন একটি গান গেয়ে ইন্টারনেটে ঝড় তুলে দেন। সেই গানের রেশ কাটতে না কাটতেই ফের ধামাকা শচীনের। এবার তিনি রেকর্ড সময়ে সাফা বেঁধে কামাল দেখালেন। সাফা আদপে রাজস্থানের পাগড়ি। শচীন সেই পাগড়ি নিজের মাথায় বেঁধে নিলেন রেকর্ড সময়ে।

৫১ মিটারের একটি বস্ত্রখণ্ড। যা পাগড়ির মত মাথায় জড়াতে হয়। সেই ৫১ মিটারের কাপড়কে মাথায় বাঁধলেন নিয়ম মেনে। তাও আবার মাত্র ২ মিনিটে।

রেকর্ড সময়ে ৫১ মিটারের সাফা মাথায় ঠিকঠাক বেঁধে শচীন সকলকে চমকে দিয়েছেন। মাঝে ২ বার থেমেছিলেন তিনি। তাতেও রেকর্ড সময়েই শেষ করেন পাগড়ি বাঁধার কাজ। শচীনের এই ভিডিও ইন্টারনেটে যথেষ্ট জনপ্রিয়তা কুড়িয়েছে। প্রচুর মানুষ দেখেছেন শচীনের এই পাগড়ি বাঁধা।

রাজনীতির জগতে শচীন ইতিমধ্যেই একটা বড় সময় কাটিয়ে ফেলেছেন। রাজনীতিক হিসাবে তিনি এখন প্রতিষ্ঠিত নাম। তারপরেও জনপ্রিয়তা ধরে রাখতে এবার ইন্টারনেটে এমন ভিডিও প্রকাশ করাকেই কি তবে পাখির চোখ করলেন শচীন? ইন্টারনেট প্রজন্মের সঙ্গে সখ্যতা বাড়ানোই কি শচীনের আসল লক্ষ্য?

রাজনৈতিক বিশেষজ্ঞেরা কিন্তু তেমনই মনে করছেন। মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে যাওয়ার জন্য সোশ্যাল সাইটের গুরুত্ব অপরিসীম। সেই রাস্তাই এবার কষে ধরলেন শচীন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *