অফিসে কাজের ফাঁকে সঙ্গমে লিপ্ত হোন, দেশবাসীকে পরামর্শ রাশিয়ার মন্ত্রীর
অফিসে মানুষ কাজ করতে যান। কাজ করে বাড়ি ফেরেন। তার মাঝে সঙ্গম করলে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠার কথা। কিন্তু রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী সেটাই করতে পরামর্শ দিলেন।
 
						একেবারে সরকারি পরামর্শ বলাই ভাল। সরকারই চাইছে অফিসে কাজের ফাঁকে মিলনে লিপ্ত হোন নারী পুরুষ। মেট্রো সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ইয়েভজেনি শেস্টোপালভ খোলাখুলিই জানিয়েছেন অফিসে যখন লাঞ্চ ব্রেক হচ্ছে বা কাজের ফাঁকে কফি খাওয়ার জন্য উঠছেন, তখন সঙ্গমে লিপ্ত হোন কর্মীরা।
নিশ্চিন্তে দৈহিক সম্পর্ক স্থাপন শেষে ফের কাজে লেগে পড়ুন। এমন তাজ্জব করা পরামর্শ নিয়ে রীতিমত হইচই পড়েছে। আসলে রাশিয়ায় ক্রমশ কমেই চলেছে জন্মহার। শিশুর জন্ম চলতি বছরের প্রথম ৬ মাসে রাশিয়ায় সর্বকালের মধ্যে সর্বনিম্ন।
তাই পুতিন সরকার চাইছে দেশে সন্তানপ্রসব বাড়ুক। আধুনিক প্রজন্মের দৈহিক সম্পর্ক স্থাপনেরও সময় হাতে নেই। অনেকেই কাজে দীর্ঘ সময় কেটে যাওয়ার যুক্তি দেখান।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর মতে, এসব এড়িয়ে যাওয়ার জন্য বলা। চাইলে অফিসে কাজের ফাঁকে লাঞ্চ ব্রেকে বা কফি খেতে উঠেও দিব্যি সঙ্গম করা যায়।
রাশিয়ায় এখন অনেক জায়গায় প্রথম শিশুর জন্মের পর মাকে একটি অনুদানও দেওয়া হচ্ছে। অন্যদিকে কেউ গর্ভপাত করাতে চাইলে রাশিয়ায় তা ক্রমশ কঠিন হয়ে উঠছে। কারণ গর্ভপাতের নিয়ম কড়া হচ্ছে।
গর্ভপাত করাতে চাইলে তার জন্য যে মোটা অঙ্কের ফি জমা করতে হচ্ছে তা শুনলে অনেকে পিছিয়ে আসতে পারেন। এটা দেশে জন্মহার বৃদ্ধি করার একটি সরকারি কৌশল বলে মেনে নিচ্ছেন সকলেই। তা বলে অফিসে কাজের ফাঁকে সঙ্গম! অনেকেই প্রস্তাবটা এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না।













