সাধারণ নদী রাতারাতি হয়ে গেল রক্তের মত লাল
আর পাঁচটা নদীর মতই বয়ে যেত নদীটা। সেই নদীর জল রাতারাতি রক্তের মত রেঙে উঠেছে। যা দেখে মাথায় হাত পড়েছে প্রশাসনের।
মস্কো : দেশের অন্য নদীগুলোর মতই একটি নদী। বিশাল চওড়াও নয়। সেই নদী দিয়ে বয়ে যায় মেটে রঙের জল। তুষারপাত হলে নদীর আশপাশে জমা হয় বরফের স্তর। সেই মামুলি নদী আচমকাই সকলের নজরকাড়া হয়ে পড়েছে রাতারাতি।
হবে নাই বা কেন! একটা নদী রাতারাতি কিনা হয়ে গেল রক্তের মত লাল। তাও বেশ গাঢ় রং। কীভাবে রাতারাতি বদলে গেল একটা নদীর জলের রং? সেটাই এখনও পরিস্কার করে বুঝতে পারছেন না কেউ।
রাশিয়ার ইস্কিতিমকা নদীর জল আচমকা রক্তরাঙা হয়ে পড়েছে। মনে হচ্ছে যেন গাঢ় লাল রং কেউ মিশিয়ে দিয়েছে জলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সেই লাল হয়ে যাওয়া নদীর ভিডিও ও ফোটো আপলোড করছেন অনেকে।
তাঁদেরই একজন মজা করে লিখেছেন কতটা বোর্চ স্যুপ মেশানো হয়েছে? প্রসঙ্গত বোর্চ হল ইউক্রেনের একটি প্রসিদ্ধ টক স্বাদের স্যুপ। যা অত্যন্ত জনপ্রিয়। স্যুপের লাল রঙের কারণ হল বিট। প্রচুর বিট ব্যবহার হয় এই স্যুপ তৈরি করতে।
নদীর জল লাল হয়ে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে এমন রং বদলের কারণ অনুসন্ধান। নদীর জলে যে প্রাণিরা এতদিন দিব্যি ভেসে বেড়াত তারা এখন নদীর জলের রং দেখে কিছুতেই আর জলে নামছে না। তীরে দাঁড়িয়ে আছে। কিন্তু কী হল যে এমন লাল হয়ে গেল নদীর জল?
কারণ এখনও স্পষ্ট নয় কারও কাছে। তবে অনেকের ধারণা নদীটি কেমেরোভো নামে একটি শিল্প শহরের পাশ দিয়ে বয়ে গেছে। আর এখানকারই কোনও কারখানা থেকে ক্ষতিকারক রাসায়নিক জলকে লাল করে তুলেছে।
প্রশাসনের তরফে আবার মনে করা হচ্ছে নিকাশি নালা আটকে গিয়েই ঘটেছে বিপত্তি। তবে সবই মনে করা হচ্ছে। নিশ্চিত করে কারণ কিছুই জানানো হয়নি।
এদিকে লাল হয়ে যাওয়া নদী যেমন সাধারণ মানুষের কৌতূহলের কারণ হয়েছে তেমনই চিন্তার কারণও হয়েছে। কারণ নদীর জলে আর কোনওভাবেই তাঁরা ব্যবহার বা হাত দিতে পারবেননা।













