World

পোষ্যের গুলিতে প্রাণ গেল প্রভুর!


প্রভুভক্ত হিসেবে সমস্ত গৃহপালিত প্রাণিদের মধ্যে কুকুরের সমাদর সবথেকে বেশি। প্রভুর প্রাণ বাঁচাতে অনেকসময় নিজেদের জীবন বাজি ধরতেও পিছপা হয়না কুকুর। প্রচলিত সেই ধারণাটাই বদলে দিল রাশিয়ার বাসিন্দা সার্গে তেরেকভের পোষ্য সারমেয়টি। প্রিয় পোষ্যের ছোঁড়া গুলিতে প্রাণ হারালেন প্রভু!


রাশিয়ার সারাটোভ অঞ্চলের তুষারাবৃত এলাকায় শিকারে বেরিয়েছিলেন সার্গে তেরেকভ। সঙ্গে ছিলেন তাঁর ভাই ও দুই পোষ্য সারমেয়। শিকার করার এক ফাঁকে বিশ্রাম নিচ্ছিলেন সার্গে তেরেকভ। কোলের কাছে রাখা ছিল তাঁর বন্দুকটি। বন্দুকের মুখ তাক করা ছিল পেটের কাছে। মনের আনন্দে বরফের বুকে খেলছিল সার্গে তেরেকভের ২টি পোষ্য। খেলার ছলেই সার্গে তেরেকভের উপর আচমকা ঝাঁপ দিয়ে পড়ে একটি কুকুর। কিন্তু ভালোবাসার সেই বহিঃপ্রকাশের করুণ মাশুল দিতে হল পোষ্যের মালিককে। বন্দুকের ট্রিগারে কুকুরের পায়ের চাপ পড়ায় গুলি ছিটকে ঢুকে যায় সার্গে তেরেকভের পেটে। সাথে সাথে গুলিবিদ্ধ রক্তাক্ত সার্গে তেরেকভকে হাসপাতালে নিয়ে ছোটেন তাঁর ভাই। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *