এক সপ্তাহ কাটল না। রাশিয়ায় স্কুলে ফের সশস্ত্র হামলা। গত সোমবার রাশিয়ার প্রাম শহরের একটি স্কুলে ছুরি নিয়ে হামলা চালায় ২ দুষ্কৃতি। পরে জানা যায়, দুষ্কৃতি নয়, স্কুলের ২ পড়ুয়াই ছুরি নিয়ে মারপিট করতে গিয়ে ১৫ জনকে ঘায়েল করে বসে। গত শুক্রবার রাশিয়ার উলান-উরে শহরের একটি স্কুলে হানা দেয় এক কিশোর। স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের উপর চড়াও হয় ওই কিশোর। পুলিশের অনুমান, হামলার উদ্দেশ্যেই স্কুলে প্রবেশ করেছিল অভিযুক্ত কিশোর।
কিশোরের অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পড়ুয়ারা। কুড়ুল দিয়ে আচমকাই এলোপাথাড়িভাবে পড়ুয়াদের ওই কিশোর কোপাতে থাকে বলে অভিযোগ। ঘটনায় গুরুতরভাবে জখম হয় ৫ পড়ুয়া। আহত হন স্কুলের ১ শিক্ষকও। এরপর ওই কিশোর আগুন লাগিয়ে দেয় ক্লাসের ভিতরে। তারপর নিজে ক্লাসের জানলা দিয়ে নিচে ঝাঁপ দেয়। অপকীর্তির পর হামলাকারী নিজেকেও শেষ করে দিতে চেয়েছিল বলে পুলিশ জানিয়েছে। তবে তাকে সেই সুযোগ না দিয়ে ওই কিশোরকে আটক করে হাসপাতালে নিয়ে যায় পুলিশই। কি কারণে ওই কিশোর স্কুলে হামলা চালাল তা খতিয়ে দেখছে পুলিশ।