Sports

জেল থেকে ছাড়া পেলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বিশ্বজয়ী ব্রাজিল ফুটবল দলের অন্যতম তারকা ছিলেন রোনাল্ডিনহো

বিশ্বজয়ী ব্রাজিল ফুটবল দলের অন্যতম তারকা ছিলেন তিনি। তিনি রোনাল্ডিনহো। যে ফরোয়ার্ডের কাঁধে ভরসা রেখে ব্রাজিল ফুটবল বিশ্বকাপ ঘরে তুলেছিল। সেই কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো বন্দি ছিলেন প্যারাগুয়ের জেলে।

জাল পাসপোর্ট কাণ্ডে তাঁকে ও তাঁর দাদাকে জেলবন্দি করে প্যারাগুয়ের পুলিশ। অবশেষে ২ জনকেই জেলবন্দি অবস্থা থেকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। তবে মুক্তি মানে দেশে ফেরা নয়, তাঁরা আপাতত গৃহবন্দি অবস্থায় থাকবেন এসানসিওন শহরে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

আদালতে জামিন আবেদনে রোনাল্ডিনহো ও তাঁর দাদা ২ জনেই দাবি করেন তাঁরা নির্দোষ। তাঁদের আইনজীবী আদালতে দাবি করেন এই ২ জনকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তা বেআইনি।

সব শোনার পর বিচারক জানান, ২ জনকে গৃহবন্দি থাকতে হবে। আর এই নিশ্চয়তা দিতে হবে যে তাঁরা পালাবেন না। এরপরই জেল থেকে মুক্তি পান রোনাল্ডিনহো ও তাঁর দাদা। আপাতত একটি হোটেলে গৃহবন্দি অবস্থায় রয়েছেন তাঁরা।

ব্রাজিলের যে কজন কিংবদন্তী ফুটবলারের নাম চিরকাল থেকে যাবে তাঁদের একজন রোনাল্ডিনহো। ২০০২ সালের ফুটবল বিশ্বকাপে জয়ী ব্রাজিলের অন্যতম তারকা ছিলেন তিনি। সেই রোনাল্ডিনহোকে গত ৬ মার্চ গ্রেফতার করে পুলিশ। শুধু তিনিই নন, তাঁর দাদাকেও গ্রেফতার করে প্যারাগুয়ের পুলিশ।

৪০ বছরের রোনাল্ডিনহো যে রিসর্টে ছিলেন সেই রিসর্টে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর ও তাঁর দাদার বিরুদ্ধে অভিযোগ ছিল জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করেছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *