Entertainment

রোহিত শেট্টিকে ধন্যবাদ জানালেন পুলিশ কমিশনার

পরিচালক রোহিত শেট্টিকে ধন্যবাদ জানালেন মুম্বই শহরের পুলিশ কমিশনার পরমবীর সিং।

Published by
News Desk

মুম্বই : বলিউড পরিচালক রোহিত শেট্টি পরিচিত মূলত তাঁর কমেডি ও অ্যাকশনধর্মী সিনেমার জন্য। গোলমাল সিরিজ, সিংহম সিরিজ বা চেন্নাই এক্সপ্রেস, সিম্বা-র মত একগুচ্ছ সফল ছবি বলিউডকে উপহার দিয়েছেন রোহিত। রোহিতের ২টি দুর্বলতা ধরা হয়। এক তিনি পুলিশকে হিরো হিসাবে তুলে ধরতে ভালবাসেন। দুই, তিনি গাড়ির অ্যাকশন পছন্দ করেন। সেই রোহিতকে এবার আলাদা করে ধন্যবাদ জানালেন মুম্বই পুলিশের কমিশনার। অবশ্য তাঁর সিনেমার জন্য নয়।

দেশজুড়ে লকডাউন ঘোষণার পর গত এপ্রিলে রোহিত শেট্টি মুম্বইয়ের ৮টি হোটেলে রাস্তায় কর্মরত পুলিশকর্মীদের স্নান, পোশাক পরিবর্তন, প্রাতরাশ ও রাতের ভোজনের বন্দোবস্ত করে দেন। তখনই তিনি যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন তাঁর পুলিশের প্রতি এই সহৃদয়তায়। এখন তিনি মুম্বই শহরে ডিউটিরত মহিলা ও পুরুষ পুলিশকর্মীদের জন্য ১১টি হোটেলে প্রয়োজন পড়লেই থাকার ব্যবস্থা করেছেন।

বিষয়টি উল্লেখ করে পুলিশকর্মীদের পাশে এভাবে থাকার জন্য মুম্বইয়ের পুলিশ কমিশনার ট্যুইট করে রোহিতকে ধন্যবাদ জানান। প্রসঙ্গত তাঁর গাড়ি নিয়ে অ্যাকশনের প্রতি দুর্বলতার কথা মাথায় রেখে গত শুক্রবার কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের পুলিশের এনকাউন্টারে মৃত্যুর পর থেকে নানাভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হন রোহিত। কারণ উত্তরপ্রদেশ পুলিশ জানায় দুবেকে মধ্যপ্রদেশ থেকে আনার সময় গাড়ি উল্টে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts