World

ছাড় নেই, আইন ভাঙায় পুলিশের জরিমানার মুখে প্রধানমন্ত্রী

আইন সকলের জন্য সমান। সে তিনি দেশের সাধারণ মানুষ হন বা প্রধানমন্ত্রী। সেই তত্ত্বর বাস্তবায়ন দেখল দুনিয়া। প্রধানমন্ত্রীকেও জরিমানার মুখে পড়তে হল।

Published by
News Desk

আইন যে সকলের জন্য সমান তা কিছু ক্ষেত্রে মানা হয়না বলে অভিযোগ সামনে আসে। প্রভাবশালী হলে অনেক কিছু থেকেই ছাড় পেয়ে যান বলেও মনে করেন অনেকে। এই ভাবনার ঠিক উল্টোটা এবার বাস্তবে সামনে এল।

গাড়িতে যাওয়ার সময় সিট বেল্ট না বাঁধায় পুলিশের জরিমানার মুখে পড়তে হল স্বয়ং দেশের প্রধানমন্ত্রীকে। সেই জরিমানা প্রধানমন্ত্রীকে দিতেও হয়েছে। নিজের এই ভুলের জন্য কার্যত ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে। সেখানে একটি ভিডিও শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তাঁর সময়ে ব্রিটেন সরকারের সাফল্য তুলে ধরতেই এই ভিডিও তৈরি করা হচ্ছিল।

ফাইল : ঋষি সুনক, ছবি – আইএএনএস

সেখানেই ঋষি সুনক গাড়িতে যাওয়ার সময় সিট বেল্ট বাঁধেননি। এটা নজরে পড়ে পুলিশের। কে গাড়িতে রয়েছেন সেসব নিয়ে মাথা না ঘামিয়ে আইন ভাঙার জন্য গাড়ি দাঁড় করিয়ে দেশের প্রধানমন্ত্রীকেই জরিমানা করে পুলিশ। সে দেশের মুদ্রায় ১০০ পাউন্ড জরিমানা গুনতে হয়। ভারতীয় মুদ্রায় ১০ হাজার টাকা।

ঋষি সুনক প্রধানমন্ত্রী পদে থাকাকালীন এই প্রথম জরিমানার মুখে পড়লেন। তাও স্পট ফাইন হওয়ায় ১০০ পাউন্ডে ছাড় পান, এই ঘটনা যদি আদালত পর্যন্ত গড়াত তাহলে কমপক্ষে এর ৫ গুণ অর্থ গুনতে হত জরিমানা বাবদ।

প্রসঙ্গত ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় ২০২০ সালে ঋষি সুনক কোভিড আইন ভঙ্গ করায় জরিমানার মুখে পড়েছিলেন। তখন তিনি ছিলেন ব্রিটেনের চ্যান্সেলর অফ দ্যা এক্সচেকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts