কোচের গোপন মন্ত্র কি ছিল, তিনিই বা কোচকে লুকিয়ে কি করতেন, বললেন ঋষভ পন্থ
কোচ তাঁকে একটি গোপন মন্ত্র দিয়েছিলেন। সেই কোচকেই লুকিয়ে তিনি আবার কি করতেন। সেসব কথা এবার খোলাখুলি জানালেন ক্রিকেট তারকা ঋষভ পন্থ।

ভারতীয় ক্রিকেট দুনিয়ায় ঋষভ পন্থ অবশ্যই এক অসামান্য প্রতিভা। উইকেট কিপার ঋষভের ব্যাটিং ঝড়কে ভয় পায় বিশ্বের সব দলই। সেই ঋষভ পন্থের ক্রিকেট জীবনের প্রশিক্ষণ পর্বের কিছু অজানা কথা সকলকে জানিয়ে দিলেন তিনি।
এখন ঋষভ প্রতিষ্ঠিত ক্রিকেটার। ভারতীয় দলের অন্যতম ভরসা। তাই হয়তো এখন আর এগুলো বলতে দ্বিধা করেননি তিনি। ঋষভ জানান, তাঁর বাবা তাঁকে সবসময় তাঁর চেয়ে বড়দের সঙ্গে ক্রিকেট খেলতে বলতেন। তবে তাঁর অভ্যাস ছিল বল এলেই তা মারতে যাওয়া। আর সেটাও ৮০ শতাংশই উড়িয়ে মারতেন তিনি।
মেঝে ঘেঁষা শট তিনি মারতেই পারতেন না। তাঁর যখন ১০-১১ বছর বয়স তখন তিনি কোচ তারক সিনহার কাছে কোচিং নেওয়া শুরু করেন। তাঁকে ওভাবে উড়িয়ে বল মারতে দেখে খুব রেগে যেতেন তারক সিনহা। তিনিই ঋষভকে একটি মন্ত্র দেন।
শেখান ডিফেন্স করতে। ঋষভ জানান, তাঁকে কোচ বলেছিলেন যদি ডিফেন্স করতে একবার শিখে যাও তাহলে আর যে কোনও শট তুমি অনায়াসে খেলতে পারবে।
যখন অনুশীলনে ঋষভ ব্যাট করতেন তখন কোচ তারক সিনহা তাঁর দিকে নজর রাখতেন। দেখতেন ঋষভ ডিফেন্স করছেন, নাকি তাঁর কথা না শুনে উড়িয়ে মারার চেষ্টা করছেন।
ঋষভ জানান, তখন তিনি আড়চোখে দেখতেন কোচ স্যার তাঁকে দেখছেন কিনা। যদি দেখতেন কোচ দেখছেন, তাহলে একেবারে শেখানো মত ডিফেন্স করতেন। আর যেই কোচ একটু অন্য দিকে তাকাতেন তখনই ঋষভ নিজের পছন্দে আক্রমণাত্মক শট খেলে নিতেন। মজা করেই সেসব দিনের কথা তুলে ধরেন ঋষভ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা