ব্যাঙ্কে চেক ফেলে অপেক্ষার দিন শেষ, চেক ক্লিয়ারের নতুন নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক
ব্যাঙ্কগুলিকে চেক ক্লিয়ার করার সময় বেঁধে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কবে থেকে এই সুবিধা ভোগ করবেন গ্রাহকরা তাও পরিস্কার করে দেওয়া হয়েছে।

ব্যাঙ্কে অনেকেই চেক ফেলেন। তারপর অপেক্ষায় থাকেন কখন সেই চেকের অর্থ তাঁর অ্যাকাউন্টে জমা পড়বে। এখন ২টি কর্ম দিবসের মধ্যে চেক ক্লিয়ার করে থাকে ব্যাঙ্কগুলি। সেটা একটা দীর্ঘ সময়।
অনেকেই আশা করেন যত দ্রুত সম্ভব চেকের টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকে যায় তত তাঁর জন্য ভাল। এভাবে একাধিক দিন অপেক্ষা তাঁরা করতে চান না। সবসময় যে ব্যাঙ্ক ২ দিন লাগিয়ে দেয় চেক ক্লিয়ার করতে তা নয় ঠিকই, তবে এবার আরবিআই যে নির্দেশ দিল তাতে গ্রাহকদের আর কার্যত কোনও চিন্তাই রইল না।
আরবিআই নির্দেশ দিয়েছে আগামী ৪ অক্টোবর থেকে ব্যাঙ্কগুলিকে চেক ক্লিয়ার করতে হবে কয়েক ঘণ্টার মধ্যে। তার মানে যেদিন কেউ চেক ফেলছেন সেদিনই তাঁর অ্যাকাউন্টে চেকের রাশি ঢুকে যাচ্ছে। এজন্য আর ২ দিন পর্যন্ত অপেক্ষার দরকার পড়বে না।
কোনও ব্যাঙ্কে অন্য কোনও ব্যাঙ্কের চেক পড়লেই তা দ্রুত তাদের সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে নিশ্চিতকরণের জন্য পাঠিয়ে দিতে হবে। ওই ব্যাঙ্কও সময় নষ্ট না করে ওই চেকের সম্বন্ধে সবুজ সংকেত দেবে অথবা তা সঠিক নয় বলে জানিয়ে দেবে।
এই প্রক্রিয়া প্রতিদিন দ্রুততার সঙ্গে করতে হবে ব্যাঙ্কগুলিকে। এরফলে চেক ফেলে অপেক্ষয় থাকার দিন শেষ হচ্ছে গ্রাহকদের। তাঁরা চেক ফেলার কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাকাউন্টে তার প্রতিফলন দেখতে পাবেন। পুজো কাটতেই এই সুবিধা শুরু হয়ে যাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা