Business

সরকারের সবুজ সংকেত, বাজারে আসছে ২০০ টাকার নোট

বাজারে নোট সমস্যায় লাগাম দিতে ২০০ টাকার নোট আসার কথা শোনা যাচ্ছিল আগে থেকেই। এদিন কেন্দ্রের তরফে এই নোট বাজারে আনা নিয়ে সবুজ সংকেত দিয়ে দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। আরবিআইকে দ্রুত এই নোট বাজারে আনার কথা জানিয়েছে তারা। ফলে ২০০ টাকার নোট আর জল্পনার জায়গায় রইল না। বরং কবে তা বাজারে আসবে তার প্রতীক্ষায় দেশবাসী।

নোট বাতিলের পর ২০০০ টাকার নোট নিয়ে বাজারে আমজনতার হয়রানি অব্যাহত। এই নোট ভাঙাতে বড় অঙ্কের জিনিস কিনতে হচ্ছে। অথচ সবসময়ে বড় অঙ্কের জিনিস নাও লাগতে পারে। সেক্ষেত্রে খুচরোর সমস্যা হচ্ছে। ২০০ টাকার নোট বাজারে এলে সেই সমস্যা অনেকটা লাঘব হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। প্রসঙ্গত বাজারে খুচরো নোটের যোগান বাড়াতে ইতিমধ্যেই ফ্লুরোসেন্ট ব্লু রংয়ের নতুন ৫০ টাকার নোট বাজারে আনছে আরবিআই।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *