
আগামী ২৭ মে শুক্রবার দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সোমবার রাত ১০টা থেকে বন্ধ হয়ে গেল রেড রোড। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা মেনে রেড রোডেই হতে চলেছে শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের তাবড় রাজনৈতিক মহারথীরা। ফলে অনুষ্ঠানের আয়োজন থেকে শুরু করে বিশেষ নজর থাকবে নিরাপত্তায়। সেই সব ব্যবস্থায় যাতে কোনও ত্রুটি না থাকে তারজন্য মঙ্গলবার সকাল থেকেই কোমড় বেঁধে নেমে পড়বেন সংশ্লিষ্ট মানুষজন। রেড রোডকে ঢেলে সাজাতে তাই ৩ দিন ২৪ ঘণ্টাই চলবে কাজ। এদিকে রেড রোড বন্ধ থাকায় গাড়ি চলাচলের জন্য আশপাশের রাস্তাই এই কদিন ভরসা। আগামী ২৮ মে সকাল ৬টা থেকে ফের আমজনতার যাতায়াতের জন্য খুলে যাবে রেড রোড।













