National

ফের অবস্থান বদলালো আর্ট অব লিভিং


Ravi Shankarযমুনার ধারের বিস্তীর্ণ এলাকায় আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব আয়োজনের জন্য শ্রী শ্রী রবিশঙ্করের সংগঠন আর্ট অব লিভিংকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়ার নির্দেশ দেয় জাতীয় পরিবেশ আদালত। কিন্তু সেই টাকা তাঁরা দেবেন না বলে গত বৃহস্পতিবার জানিয়ে দেন শ্রী শ্রী রবিশঙ্কর। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে পরিবেশ আদালত। তারপরই নিজেদের অবস্থান বদলে ক্ষতিপূরণের টাকা জমা দেওয়ার জন্য এদিন অতিরিক্ত সময় চাইল আর্ট অব লিভিং।


শুক্রবারের মধ্যে ক্ষতিপূরণের টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল পরিবেশ আদালত। এদিন আর্ট অব লিভিংয়ের পক্ষ থেকে পুরো টাকা জমা দেওয়ার জন্য কমপক্ষে ৪ সপ্তাহ সময় চাওয়া হয়েছে। শুক্রবার তারা ২৫ লক্ষ টাকা জমা করতে রাজি। দাতব্য প্রতিষ্ঠান হওয়ায় তাঁদের পক্ষে এত কম সময়ে ৫ কোটির মত বড় অঙ্কের টাকা জোগাড় করা অসম্ভব বলে সংস্থার তরফে আদালতকে জানানো হয়েছে।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *