National

পুরীর রথযাত্রা নিয়ে ইঙ্গিত দিলেন পুরী গজপতি

পুরীর রথযাত্রায় লাখো ভক্তের সমাগম চিরাচরিত দৃশ্য। এবার হয়তো সেই সমাগম ছাড়াই হতে চলেছে পুরীর রথযাত্রা।

ভুবনেশ্বর : পুরীর রথযাত্রার কী হবে? এ প্রশ্ন গোটা দেশের। এ প্রশ্ন গোটা বিশ্বেরও। কারণ পুরীর রথযাত্রায় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দেশবিদেশ থেকে হাজির হন। রথযাত্রার দিন পুরীর সেই ভক্ত সমাগম দেখার মত হয়। লাখো ভক্তের ভক্তি, শ্রদ্ধা, উন্মাদনার মধ্যেই পুরীর শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ মাসির বাড়ি পাড়ি দেয়। সেই চিরাচরিত চেনা ছবি কি এবার করোনার কারণে আর দেখা যাবে? প্রশ্ন রয়েছে সকলের মনে। যার উত্তর কী হতে চলেছে তার একটা ইঙ্গিত দিলেন পুরী গজপতি দিব্য সিং দেব।

শনিবার তিনি বৈঠক করেন শ্রী জগন্নাথ টেম্পল ম্যানেজিং কমিটি-র সঙ্গে। তারপর তিনি জানান, পুরীর রথযাত্রা হতে পারে যদি ওড়িশা সরকার এটা নিশ্চিত করে যে এবার রথযাত্রায় কোনও ভক্ত সমাগম হবে না। সেটা হলে হাতে গোনা মন্দির পরিচালক, সেবায়েত নিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। অবশ্যই সেটাও নির্ভর করছে ওড়িশা সরকারের অনুমতির ওপর।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ওড়িশা সরকার অনুমতি দিলে বড়দণ্ড বা পুরীর গ্র্যান্ড রোড হয়ে যেমন শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার ৩টি রথ যাত্রা করে মাসির বাড়ির দিকে তেমনই হবে। শুধু থাকবেনা লক্ষ লক্ষ মানুষের সমাগম। ফাঁকা রাস্তা দিয়েই হবে রথযাত্রা। টেলিভিশনে তা সরাসরি সম্প্রচার করা হবে। যা বাড়িতে বসে দেখতে পারবেন অগণিত ভক্ত। পুরী গজপতি দিব্য সিং দেব এও জানান যে, আগামী ৫ জুন যে স্নানযাত্রা রয়েছে তাও মন্দিরের মধ্যেই করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *