Lifestyle

৬০ কোটি বছর পুরনো সৃষ্টি এবার পর্যটনে নতুন পালক

সৃষ্টি হয়েছিল ৬০ কোটি বছর আগে। তবে সেখানে পর্যটকের আনাগোনা ছিলনা। এবার সেই স্থানই হতে চলেছে ভ্রমণ পিপাসু পর্যটকদের নতুন আকর্ষণ।

Published by
News Desk

চর্মচক্ষে এটি দেখার আনন্দই আলাদা। চোখের সামনে ৬০ কোটি বছর আগে সৃষ্টি হওয়া এক ক্রেটার। যা পৃথিবীর বুকে আছড়ে পড়া এক উল্কা থেকে সৃষ্টি হয়েছিল ৬০ কোটি বছর আগে, তাই এখন সেজে উঠেছে পর্যটকদের জন্য।

উল্কাপিণ্ডটি আছড়ে পড়ার পর যে অতিকায় গর্ত তৈরি হয়, তা এখন জলে ভরা। সাড়ে ৩ কিলোমিটার হল এই অতি বিশাল ক্রেটারের ব্যাস। গোলাকার এই ক্রেটারের ব্যাস থেকেই অনুমেয় যে তা কতটা বড়!

মোটামুটি পাণ্ডববর্জিত স্থানে এটি এতদিন ছিল বটে তবে বিনা পরিচর্যায়। রাজস্থানের বারান জেলার এই রামগড় ক্রেটার হল ভারতে তৃতীয় ক্রেটার। যা এতদিন ধরে ছিল, কিন্তু পর্যটক আকর্ষণ হিসাবে নয়।

এখন রাজস্থান সরকার ৫৭ কোটি টাকা ব্যয়ে এই ক্রেটারকে জিও হেরিটেজ ট্যুরিস্ট ডেসটিনেশন হিসাবে গড়ে তুলছে। এটা মনে করা হচ্ছে যে ভারতের অন্যতম দ্রষ্টব্য স্থান হয়ে উঠবে এই রামগড় ক্রেটার।

ভারতে আরও ২টি ক্রেটার রয়েছে। একটি মহারাষ্ট্রের লুনার ক্রেটার এবং অন্যটি মধ্যপ্রদেশের ধালা ক্রেটার। এই ২টি আগেই পর্যটন আকর্ষণ হয়ে উঠেছিল। কিন্তু রাজস্থানের রামগড় ক্রেটারটি পর্যটকদের আনাগোনার বাইরে ছিল।

রাজস্থান এমনিতেই দেশি বিদেশি পর্যটকদের কাছে এক অন্যতম দ্রষ্টব্য। কেল্লা থেকে মরুভূমি, রাজস্থান মানেই যেন ইতিহাস। এবার তার সঙ্গে যুক্ত হল ৬০ কোটি বছর আগে সৃষ্টি হওয়া এক ক্রেটারও।

পর্যটনকে আরও ভাল করে গড়ে তুলতে রাজস্থান কিন্তু নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাতের আকাশকে আরও ভাল করে দেখার সুযোগও পর্যটকদের জন্য চালু হয়েছে সেখানে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Lifestyle