Lifestyle

পৃথিবীর সব দেশ ঘুরে এবার নিজের দেশ বানানোর কথা জানালেন ভূপর্যটক

পৃথিবীর সবকটি দেশে ঘুরে ফেললেন তিনি। বাকি ছিল একটি দেশ। এবার সে দেশেও পা রাখলেন। এবার তাঁর অন্য লক্ষ্য।

Published by
News Desk

তুর্কমেনিস্তানে পা রাখাটা খুবই শক্ত কাজ। সেখানে পর্যটকদের বড় একটা গুরুত্ব দেওয়া হয়না। তবে অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে তিনি সেই তুর্কমেনিস্তানেও পা রেখে ফেললেন। আর তার সঙ্গেই তিনি বিশ্বের ১৯৩টি দেশে ঘোরার অনন্য রেকর্ড তৈরি করতে পারলেন।

পৃথিবীর সবকটি দেশে পা রাখলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ব়্যাম্বলিন ব়্যান্ডি। তুর্কমেনিস্তানের নরকের দরজাও তিনি দেখে এসেছেন। যেখানে একটি অগ্নিকুণ্ড জ্বলেই চলেছে।

১৯৩টি দেশে গত ১০ বছর ধরে ঘুরে চলেছেন তিনি। ১০ বছরের চেষ্টায় ১৯৩টি দেশে পা রেখে এখন পৃথিবীর সব দেশ ঘুরে ফেলা ব়্যাম্বলিন তাঁর পরবর্তী লক্ষ্য স্থির করে ফেলেছেন। এবার তিনি তাঁর নিজের দেশ তৈরি করতে চলেছেন। তেমনই দাবি করেছেন তিনি। কী পরিকল্পনা তাঁর?

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্যালন সাগরের কাছে একটি ১১ একর জমি কিনেছেন ব়্যাম্বলিন। সেই জমিতে তিনি গড়ে তুলতে চান নিজের দেশ। যার নাম হবে স্লোজামিস্তান। ব়্যাম্বলিন ব়্যান্ডি সেই নতুন দেশ তৈরি করে সেখানে রাজার মত থাকতে চান।

প্রসঙ্গত ব়্যাম্বলিন ব়্যান্ডির আগেও একজন বিশ্বের প্রতিটি দেশ ঘুরে ফেলেছেন। জিম কিচেন নামে ওই প্রৌঢ় বিশ্বের ১৯৩টি দেশে পা রেখেছেন। তবে জিমের আরও কৃতিত্ব হল তিনি মহাকাশেও ঘুরে এসেছেন।

ব্লু অরিজিন রকেটে চড়ে ১ জন আম নাগরিক হিসাবে জিম উড়ে গিয়েছিলেন মহাকাশে। এটাও তাঁর আর এক প্রাপ্তি। ব়্যাম্বলিন ব়্যান্ডির এখনও সে রেকর্ড নেই।

Share
Published by
News Desk
Tags: Lifestyle