National

রাজনীতির জুতোয় পা গলালেন রজনীকান্ত, জানুয়ারিতেই নতুন দল

অবশেষে রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত। আগামী জানুয়ারি মাসেই তিনি তাঁর নতুন দল ঘোষণা করতে চলেছেন।

চেন্নাই : দক্ষিণী প্রত্যক্ষ রাজনীতিতে অভিনেতা বা অভিনেত্রীদের দাপট অনেক দিনের। সেই পরম্পরায় এবার নবতম সংযোজন হতে চলেছে মেগাস্টার রজনীকান্তের নাম।

বৃহস্পতিবার রজনীকান্ত জানিয়েছেন আগামী জানুয়ারি মাস থেকেই তাঁর নতুন দল কাজ শুরু করে দেবে। এ নিয়ে যাবতীয় ঘোষণা তিনি আগামী ৩১ ডিসেম্বর করবেন। ফলে জল্পনার অবসান হল। রজনীকান্ত দক্ষিণী রাজনীতির জুতোয় পা গলিয়েই ফেললেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

রজনীকান্ত রাজনীতিতে পা রাখছেন। একথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু তিনি দল ঘোষণা থেকে বিরতই থাকছিলেন। অবশেষে তিনি নতুন দল আনার কথা নিশ্চিত করলেন।

একটি ট্যুইট করে রজনীকান্ত জানিয়েছেন, তামিলনাড়ুর আগামী বিধানসভা নির্বাচনে জনসাধারণের ব্যাপক সমর্থনে একটি সৎ, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, ধর্মনিরপেক্ষ রাজনীতি তৈরি হবে। একটা মিরাকল হবে।

নভেম্বরের শেষেই রজনীকান্ত রজনী মাক্কাল মনদ্রম-এর জেলা সম্পাদকদের সঙ্গে কথা বলেন। তাঁরা তখনই জানিয়েছিলেন যে তাঁদের রজনীকান্ত জানিয়ে দিয়েছেন যে তিনি রাজনৈতিক দল এনে প্রত্যক্ষ রাজনীতিতে পা রাখছেন। ২০২১ সালেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে রজনীকান্তের নতুন দল লড়াই করতে চলেছে এটা পরিস্কার হয়ে গেছে।

প্রসঙ্গত ২০১৭ সালের ৩১ ডিসেম্বরই রজনীকান্ত ঘোষণা করেছিলেন যে তিনি একটি নতুন রাজনৈতিক দল আনতে চলেছেন। সেই দল ২০২১ বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি এও জানিয়েছিলেন যে একটি আধ্যাত্মিক মনোভাবের দল আনতে চলেছেন তিনি।

অবশেষে সেই সময় এসে গেল। এমনকি তখন হওয়া জল্পনাকে নস্যাৎ করে রজনীকান্ত জানিয়ে দিয়েছিলেন তিনি বিজেপির মুখপাত্র নন। তাঁকে গেরুয়া রং দিয়ে মোড়ার একটা চেষ্টা চলছে বলেও দাবি করেন রজনী।

রাজনীতিতে দক্ষিণের কয়েকজন নায়ক ইতিমধ্যেই যুক্ত রয়েছেন। কমল হাসানের দলের নাম মাক্কাল নিধি মায়াম। সুপারস্টার চিরঞ্জীবীর ভাই কল্যাণ বাবু বা পবন কল্যাণ-এর জনসেনা পার্টি যথেষ্ট তৎপর রাজনীতি করে দক্ষিণে। এছাড়া অন্ধ্রপ্রদেশে চিরঞ্জীবী ২০০৮ সালে প্রজা রাজ্যম পার্টি গঠন করেছিলেন। এই তালিকায় নবতম সংযোজন হচ্ছে রজনীকান্তের পার্টি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *