National

আরএসএস প্রধানকে অবিলম্বে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

তাঁর বক্তব্যে তিনি দেশবাসীকে অপমান করেছেন। কারণ দেশের জন্য যাঁরা প্রাণ বলি দেন তাঁদের তিনি অপমান করেছেন। এটা জাতীয় পতাকার অপমান কারণ যে পতাকাকে সেনারা স্যালুট করেন, তিনি সেই সেনাদের অপমান করেছেন। তাই অবিলম্বে ক্ষমা চান আরএসএস প্রধান মোহন ভাগবত। ট্যুইট করে এমনই কড়া ভাষায় মোহন ভাগবতকে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুল গান্ধীর পাশাপাশি মোহন ভাগবতের ক্ষমা চাওয়া উচিত বলে সোচ্চার হন কংগ্রেসের অন্য শীর্ষ নেতারাও।

গত রবিবার মোহন ভাগবত বলেন, সীমান্তে লড়ার জন্য সেনাকে তৈরি করতে ভারতীয় সেনার ৬-৭ মাস লেগে যায়। কিন্তু আরএসএস ভারতীয় সেনার মত নয়। তারা মাত্র ৩ দিনেই তাদের সেনা তৈরি করে নেয়। এই বক্তব্য পেশের পরই সোচ্চার হয় কংগ্রেস। ভারতীয় সেনাকে মোহন ভাগবত অপমান করেছেন বলে দাবি করে তাঁর ক্ষমা চাওয়া নিয়ে সরব হয় তারা। ট্যুইট করেন রাহুল গান্ধী। যদিও মোহন ভাগবত এতকিছুর পরও নিজের জায়গা থেকে নড়েননি। তাঁর দাবি, কোনও তুলনা নয়। কেবল আরএসএস-এর তৎপরতা তুলে ধরতে চেয়েছিলেন তিনি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *