National

ক্ষমতায় এলে ১০ দিনে কৃষি ঋণ মকুবের পলিসি ঘোষণা, জানালেন রাহুল গান্ধী

গুজরাটে কংগ্রেস ক্ষমতায় এলে ১০ দিনের মধ্যে কৃষি ঋণ মকুবের পলিসি ঘোষণা করা হবে। এদিন গুজরাটের পাটন থেকে এমনই ঘোষণা করলেন রাহুল গান্ধী। একথা যে তাঁদের ইস্তেহারেও পরিস্কার করে দেওয়া হয়েছে তাও এদিন জানাতে ভোলেননি রাহুল। সেইসঙ্গে তাঁর ঘোষণা কংগ্রেস ক্ষমতায় এলে ফসলের ন্যায্য মূল্য পাবেন গুজরাটের কৃষকরা। মরসুমের শুরুতেই জানিয়ে দেওয়া হবে কোন ফসলের জন্য কি ন্যায্য মূল্য পেতে চলেছেন তাঁরা। জনসভায় রাহুল গান্ধীর ঘোষণার সঙ্গে সঙ্গে হাততালির রোল পড়ে যায়। পাশাপাশি রাহুলের অভিযোগ, বিজেপি সরকার শুধু অর্থবানদের স্বার্থ দেখছে। দরিদ্রদের নয়। প্রসঙ্গ টেনে রাহুলের অভিযোগ আদানিদের প্রতি বর্গমিটার মাত্র ৩ হাজার টাকায় জমি বেচেছে গুজরাট সরকার। দরিদ্রদের আর্থিক ক্ষতির প্রসঙ্গ টেনে নোটবন্দি ও জিএসটিকে কাঠগড়ায় তোলেন তিনি। পাশাপাশি এদিন রাহুল গান্ধী জানিয়ে দেন আগামী দিনে গুজরাটে কংগ্রেস সরকার গড়লে গুজরাটের আকাশছোঁয়া চিকিৎসা খরচের হাত থেকে আমজনতাকে রেহাই দেবেন তিনি। সরকারি হাসপাতালে মিলবে বিনামূল্যে ওষুধ। অপারেশন করতে হলেও তা হবে নামমাত্র খরচে।

তথাকথিত দরিদ্র বা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের ভোটকে চুম্বকের মত কংগ্রেসের বাক্সবন্দি করতে রাহুলের এইদিনের কল্পতরু ঘোষণা কতটা বাস্তবে কাজে দেয় তা অবশ্য আর ৯ দিন বাদে গুজরাটের ফল ঘোষণা হলেই পরিস্কার হয়ে যাবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *