Entertainment

বিকিনি পরে ট্রোলড রাধিকা আপ্টে

গোয়ার সমুদ্রতট মানেই মন মাতানো প্রাকৃতিক সৌন্দর্য। নেশা ধরানো নোনা হাওয়া আর বিকিনি পরা সুন্দরীদের ভিড়। সেই ভিড়ের মাঝে সামিল হয়েছিলেন ‘প্যাডম্যান’-এর অভিনেত্রী। কাজের চাপ থেকে সাময়িক মুক্তি পেতে গোয়ার সি বিচে পাড়ি জমিয়েছিলেন রাধিকা আপ্টে। অবসর যাপনের বিশেষ মুহুর্তের ছবি তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে এক বিদেশি ভ্রমণসঙ্গীর সঙ্গে দেখা যাচ্ছে রাধিকাকে। হাতে ওয়াইনের গ্লাস। পরনে নীল-সাদা বিকিনি। গোয়ার নীল জলরাশির বুকে সূর্যাস্তের রাঙা আলোয় চমৎকার দেখাচ্ছে লাস্যময়ী রাধিকাকে।

তবে ‘অহল্যা’ খ্যাত অভিনেত্রীর সেই ছবি মন ভরাতে পারেনি ট্রোল শিকারিদের। রাধিকার পোশাক ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। তাই ভারতকে ‘শরীর প্রদর্শনকারী দেশ’-এ পরিণত না করাই ভালো। অভিনেত্রীকে এমন পরামর্শও দিয়েছেন কেউ কেউ। সোশ্যাল মিডিয়ার নীতি পুলিশদের ‘ট্রোল’ নিয়ে অবশ্য মাথাব্যথা নেই রাধিকা আপ্টের। বরং বিষয়টি নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম তাঁর প্রতিক্রিয়া চাইলে সমালোচকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রাধিকা। তাঁর প্রশ্ন, লোকজন কি আশা করে আমি শাড়ি পরে বিচে ঘুরে বেড়াব? এটুকুতেই অবশ্য থেমে থাকেননি তিনি। গোটা বিষয়টিকেই ‘বিরক্তিকর’ আখ্যা দিয়ে ট্রোলশিকারিদের উপেক্ষা করাই শ্রেয় বলে মনে করেছেন রাধিকা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button