Categories: Kolkata

হাসপাতাল থেকে পলাতক বিচারাধীন বন্দি

Published by
News Desk

আর জি কর হাসপাতাল থেকে পলিয়ে গেল এক বিচারাধীন বন্দি। বাথরুমে ঢুকে বাথরুমের গ্রিল ভাঙে সে। তারপর সেখান দিয়েই চম্পট দেয়। মহম্মদ শামিম শেখ নামে ওই বন্দি পালানোর ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে সকলের নজর এড়িয়ে সে পালাতে পারল তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে শামিম শেখকে ধরতে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। লুকিয়ে থাকার সব সম্ভাব্য জায়গা খুঁজে দেখা হচ্ছে। শামিম শেখের পালানোর পিছনে কারও মদত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts