Sports

বিশ্বের ২ নম্বরকে হারিয়ে দুবাইতে সেমিফাইনালে সিন্ধু

Published by
News Desk

বিশ্ব ব়্যাঙ্কিংয়ে দু’নম্বর আকানে ইয়ামাগুচিকে হেলায় হারিয়ে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন আয়োজিত দুবাই সুপার সিরিজের গ্রুপ শীর্ষে থাকলেন পিভি সিন্ধু। প্রতিপক্ষ জাপানি তারকাকে হারাতে ভারতীয় শাটলার সময় নেন মাত্র ৩৬ মিনিট। খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-৯, ২১-১৩।

সিন্ধুর আগ্রাসী মনোভাবের সামনে ইয়ামাগুচির আত্মসমর্পণ করা ছাড়া কোনও রাস্তা ছিল না। খেলার শুরু থেকে শেষ, কোনও সময়েই ইয়ামাগুচিকে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে দেখা যায়নি। প্রথম সেটেই সিন্ধু ১১-১-এ এগিয়ে যান। তারপর আর রোখা যায়নি তাঁকে।

দ্বিতীয় সেটও ছিল একতরফা। কার্যত প্রথম সেটেরই রিপিট টেলিকাস্ট। সেমিফাইনালে সিন্ধু চিনা শাটলার চেন ইউফেইয়ের মুখোমুখি হবেন। ইউফেই বিশ্বের প্রাক্তন এক নম্বর থাইল্যান্ডের রতচানক ইন্তাননকে পরাজিত করে সেমিফাইনালে পা রেখেছেন।

Share
Published by
News Desk

Recent Posts