World

বিশ্বের সবচেয়ে সুন্দরীদের তালিকায় দ্বিতীয় স্থানে প্রিয়াঙ্কা

Published by
News Desk

ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বাজনেট-এর প্রকাশিত তালিকায় বিশ্বের সবচেয়ে সুন্দরীদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন দেশিগার্ল প্রিয়াঙ্কা চোপড়া। পিছনে ফেলে দিলেন অ্যাঞ্জেলিনা জোলি, এমা ওয়াটসন, টেলর হিল, গিগি হাদিদের মত ডাকসাইটে সুন্দরীদের। পিছনে ফেলে দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সহধর্মিণী মিশেল ওবামাকেও। শুধু দেখতে ভাল বলেই নয়, বিশ্বে নিজেদের প্রভাবের প্রশ্নেও সুন্দরীদের নামের তালিকা ধরে বাজনেট একটি ভোটদানের ব্যবস্থা করেছিল। যেখানে বিভিন্ন দেশ থেকে বহু মানুষ ভোট দেন নিজেদের পছন্দের সুন্দরীকে। সেই ভোটসংখ্যা গণনা করে সম্প্রতি সুন্দরীদের তালিকা প্রকাশ করেছে বাজনেট।

তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছেন মার্কিন সঙ্গীতশিল্পী বিয়ন্সে। তারপরেই যে নামটা উঠে এসেছে তিনি প্রিয়াঙ্কা চোপড়া। তালিকার ৩ নম্বরে রয়েছেন ভিক্টোরিয়াস সিক্রেট খ্যাত টেলর হিল। চতুর্থ হয়েছেন এমা ওয়াটসন। পঞ্চম ডাকোটা জনসন, ষষ্ঠ স্থানে হিলারি ক্লিনটন। অষ্টম স্থান পেয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। মিশেল ওবামা পেয়েছেন ২১ তম স্থান। খবর কানে আসার পরই ‌বাজনেট সহ যাঁরা তাঁকে ভোট দিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। জানিয়েছেন তাঁর চোখেও ১ নম্বর সুন্দরী বিয়ন্সে।

Share
Published by
News Desk

Recent Posts