Sports

ইতিহাস গড়েছিলেন এই রাজকুমারী, অলিম্পিকসে তিনিই ছিলেন প্রথম

রাজপরিবারের অনেক বিধিনিষেধ থাকে। রাজ পরিবার থেকে অলিম্পিকসে অংশ নিয়েছেন এমন উদাহরণ প্রায় নেই। তবে এই রাজকুমারী অলিম্পিকসের একটি খেলায় অংশ নেন।

Published by
News Desk

অলিম্পিকস হল যে কোনও দেশের বিভিন্ন ক্রীড়া প্রতিভার নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় মঞ্চ। গোটা দেশ চেয়ে থাকে তাঁদের দিকে। প্রতিযোগী হিসাবে যে কোনও খেলায় অলিম্পিকসে পদক জয় যে কোনও ক্রীড়াবিদের স্বপ্ন।

সেই অলিম্পিকসের আসরে অনেক ক্রীড়াবিদ অংশ নেন ঠিকই তবে কোনও রাজপরিবারের রাজা, রানি বা রাজকুমার, রাজকুমারী প্রতিযোগী হিসাবে অংশ নিচ্ছেন এমন উদাহরণ দূরবীন দিয়ে খুঁজেও পাওয়া মুশকিল। তবে উদাহরণ কিন্তু আছে।

ব্রিটিশ রাজপরিবারের এক রাজকুমারী এই বিশেষ সম্মান অর্জন করেছিলেন। তিনি অংশ নিয়েছিলেন ইকুয়েস্ট্রিয়ান-এ। ঘোড়ার কেরামতির এই খেলা কিন্তু অলিম্পিকসের এক অন্যতম ক্রীড়া।

খোদ রানির ঘোড়া গুডউইলের পিঠে চেপে রাজকুমারী অ্যান ইকুয়েস্ট্রিয়ান-এ ব্রিটেনের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৭৬ সালে মন্ট্রিয়ল অলিম্পিকসে কোনও রাজকুমারীর প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ হইচই ফেলে দিয়েছিল। গোটা ব্রিটেন তো বটেই এমনকি বিশ্বজুড়ে তা খবর হয়ে গিয়েছিল।

রানি দ্বিতীয় এলিজাবেথ এবং ডিউক অফ এডিনবারা ফিলিপ-এর মেয়ে রাজকুমারী অ্যান ছিলেন সুদক্ষ ঘোড়সওয়ার। তিনি ইকুয়েস্ট্রিয়ান-এ তার আগেই ইউরোপের কয়েকটি প্রতিযোগিতা থেকে পদক জয় করে ফেলেছিলেন।

রাজকুমারী অ্যান, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

তবে ১৯৭৬ সালের সেই অলিম্পিকসে রাজকুমারী অ্যান অংশ নিয়ে হইচই ফেললেও কোনও পদক ঘরে আনতে পারেননি। তবে রাজকুমারী অ্যান ছিলেন ব্রিটিশ রাজপরিবারের প্রথম কোনও সদস্য যিনি অলিম্পিকসে অংশ নিয়েছিলেন। সেদিক থেকে তিনি আজও এক ইতিহাস।

Share
Published by
News Desk

Recent Posts