পেশাগতভাবে একজন বডিবিল্ডার। তবে নেমেছিলেন একটি সেলিব্রিটি ম্যাচে। নেহাতই প্রদর্শনী ম্যাচ। বিরুদ্ধে ছিলেন ইউটিউব খ্যাত স্টিভেন লিম। সিঙ্গাপুরে শুরু হয়েছে এশিয়ান ফাইটিং চ্যাম্পিয়নশিপ। তারই উদ্বোধনে এই প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। তাতে মুখোমুখি হয়েছিলেন ওয়ার্ল্ড বডিবিল্ডিং এন্ড ফিজিক স্পোর্টস ফেডারেশনের প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত প্রদীপ সুব্রহ্মণ্যম ও স্টিভেন লিম।
ম্যাচ হচ্ছিল কিকবক্সিংয়ের। যে খেলায় রিং-এ এই প্রথম নামলেন ৩২ বছরের প্রদীপ। খেলার ৫ মিনিটের মধ্যেই রেফারি লক্ষ্য করেন প্রদীপের নাক দিয়ে রক্ত গড়াচ্ছে। তখনই খেলা বন্ধ করে লিমকে জয়ী ঘোষণা করেন তিনি। যদিও তখনও সোজাই দাঁড়িয়েছিলেন প্রদীপ। ঠিক তারপর থেকেই আচমকা জ্ঞান হারাতে থাকেন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় প্রতিদ্বন্দ্বী লিম গভীর দুঃখ প্রকাশ করেছেন।