Lifestyle

১টা সেফটিপিনের দাম ৬৯ হাজার টাকা, শুনে ভিরমি খাচ্ছেন ধনীরাও

সেফটিপিন নামটা সামান্য হলেও কাজে অসামান্য। এবার সেই নামমাত্র দামের সেফটিপিন তার মর্যাদা পেল। একটা পিতলের সেফটিপিনের দাম ৬৯ হাজার হাঁকল একটি সংস্থা।

কথায় বলে শাড়িতেই নারী। আর সেই শাড়ি সামলাতে গিয়েই নারীরা যখন বেসামাল হয়ে পড়েন তখন উদ্ধারকর্তা রূপে পাওয়া যায় একমাত্র সেফটিপিনকেই।

এলোমেলো আঁচল কিংবা কুঁচির সূক্ষ্ম ভাঁজ, সবকিছুই এক লহমায় ঠিক হয়ে যায় সেফটিপিনের সাহায্যে। সেফটিপিনের প্রয়োজনের অন্ত নেই। অনেকের বাড়িতে মা ঠাকুমাদের হাতের চুড়িতেও সেফটিপিন ঝুলতে দেখা যায়। হঠাৎ দরকার পড়লে যাতে তা সহজেই পাওয়া যায়।

এহেন একটি জিনিসের দাম কিন্তু তা বলে বেশি নয়। সাধারণ ইস্পাতের তৈরি একটি সেফটিপিনের পাতার দাম বড়জোর ১০ টাকা অবধি হতে পারে।

সেই ১টা সেফটিপিনের এমন এক দাম এবার পৃথিবী দেখল যা দেখে ধনীরাও চমকে গেছেন। ইতালির বিখ্যাত ফ্যাশন সংস্থা ‘প্রাডা’ এই চমক দেওয়া কাজটি করেছে। ১টা সেফটিপিনের দাম হাঁকিয়েছে প্রায় ৬৯ হাজার টাকা।

প্রাডার তৈরি এই সেফটিপিনটি ৮ সেন্টিমিটার দীর্ঘ। সোনালি রংয়ের হলেও এটি সোনা বা কোনও দামি ধাতু দিয়ে তৈরি নয়। সেফটিপিনটির একদিকে ২ রঙ দিয়ে সাধারণ নকশায় উল বুনে আটকে দেওয়া হয়েছে।

ওই সেফটিপিনের সঙ্গে প্রাডার লোগো দেওয়া একটি ৩ কোণা সোনালি ঝলমলে টুকরো ঝোলানো রয়েছে। অনেকেই শখ করে বহুমূল্য সোনা, রুপো, প্ল্যাটিনাম, হিরে দিয়ে বানানো সেফটিপিন ব্রোচ ব্যবহার করেন। কিন্তু এ সেফটিপিন কোনও দামি ধাতুতে তৈরি নয়।

কোনও দামি রত্ন খচিতও নয়। অতি সাধারণ এই সোনালি রংয়ের সেফটিপিনটি তাই গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছে। অধিকাংশ মানুষই ১টা সেফটিপিনের দাম শুনে তা নিয়ে ব্যঙ্গ করতে ছাড়েননি।

শুধুমাত্র ব্র্যান্ডের কারণে সাধারণ এই সেফটিপিনের দাম যে ৬৯ হাজার টাকা হতে পারে তা দেখিয়ে দিল প্রাডা। তবে এই প্রথম নয়। এর আগেও এই ফ্যাশন ব্র্যান্ড ৪০০-৫০০ টাকার কোলাপুরি চটির নকশা নকল করে বানিয়ে তার দাম লক্ষাধিক টাকা ধার্য করেছিল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *