World

এ দ্বীপে এখনও রয়েছেন ১ রাজা, একটি ভাঙা দুর্গ ও ১০ বাসিন্দা

এ দ্বীপটি কিন্তু রয়েছে। এখানে এক রাজাও রয়েছেন। তাঁর একটি ভাঙা দুর্গও রয়েছে। আর রয়েছেন দ্বীপের সাকুল্যে ১০ জন মাত্র বাসিন্দা।

Published by
News Desk

এমন দ্বীপও যে এ বিশ্বে রয়েছে তা না বললে বিশ্বাস করা কঠিন। এ দ্বীপে রয়েছেন এক রাজা। এখানকার তিনি রাজাই। তাঁর একটি ভাঙা দুর্গও রয়েছে। যা তৈরি হয়েছিল ১৪ শতকে। ফলে তা এখন এক ভাঙা ধ্বংসাবশেষ ছাড়া আর কিছু নয়। এই দ্বীপে ১০ বাসিন্দাও রয়েছেন।

এঁরা বহুকাল ধরে এ দ্বীপেই বসবাস করেন। বালির রাস্তা ধরে এ দ্বীপে পৌঁছনো যায় ঠিকই, তবে তা যে কেউ চাইলেই পারবেননা। বালি পথ ধরে কীভাবে পৌঁছবেন তার জন্য একজন বিশেষজ্ঞ লাগে।

আর এ দ্বীপে পৌঁছনোর দ্বিতীয় পথটি হল জলপথ। জলপথে এখানে পৌঁছনো যায় ঠিকই। তবে সে জলপথ বছরের ৬ মাস খোলা থাকে। মানে ওই জলপথে কোনও ফেরি এ দ্বীপে পৌঁছে দেয় ৬ মাস। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত জলপথে এখানে পৌঁছনো সম্ভব হয়।

এই দ্বীপটিতে একটি পাব রয়েছে। এটা নাকি এ দ্বীপের এক অন্যতম আকর্ষণ। মনে করা হয় এই পাবটি ২০০ বছরেরও বেশি সময় ধরে রয়েছে।

এখন অনেকে এ দ্বীপটি দেখতে এখানে হাজির হন। এ দ্বীপে মোট ১০ জন বসবাসও করেন। তাঁরাই এ দ্বীপের রাজার প্রজা।

দ্বীপটি রয়েছে ব্রিটেনে। ছোট্ট একটি দ্বীপ এটি। পিল দ্বীপ নামেই খ্যাত এটি। যেখানে রাজা ও ১০ বাসিন্দা ছাড়াও অনেক জন্তু জানোয়ারও রয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts