National

১৬ জুন থেকে প্রতিদিন বদলাবে পেট্রোল, ডিজেলের দাম


এমন যে হবে তা আগেই জানিয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সেইমত পুদুচেরি, বিশাখাপত্তনম, উদয়পুর, চণ্ডীগড় ও জামশেদপুরে পরীক্ষামূলকভাবে চালুও করেছিল এই ব্যবস্থা। সেই পরীক্ষা সম্পূর্ণ সফল হয়েছে বলে দাবি করে এদিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে জানিয়ে দেওয়া হল যে আগামী ১৬ জুন থেকে এবার প্রতিদিন বদলাবে পেট্রোল, ডিজেলের দাম। সারা দেশে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের সাপেক্ষে টাকার মূল্য, এই দুই মাপকাঠির ভিত্তিতে বদলাবে তেলের দাম। আবার তেলের দাম বিভিন্ন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ক্ষেত্রেও বিভিন্ন হবে। সামান্য ফারাক থাকবে দামে। ফলে এক পেট্রোল পাম্পের দামের সঙ্গে অন্য পেট্রোল পাম্পের দামের ফারাক থাকবে।


 





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *