ভারতে একদম নতুন মাছের দেখা মিলল বিখ্যাত নদীর জলে, শহরের নামে হল নামকরণ
মাছ সম্বন্ধে বিশেষজ্ঞদের ধারনা পরিস্কার। নদীর জলে ভেসে বেড়ানো মাছদের তাঁরা চেনেন। কিন্তু এ মাছ একেবারেই নতুন প্রজাতি। এমন মাছ এর আগে কেউ দেখেননি।

মাছ নিয়ে গবেষণা বহুদিন ধরেই চলছে। প্রচুর চেনা মাছের তালিকা রয়েছে বিশেষজ্ঞদের কাছে। প্রতিটি নদীর জলেই কোন কোন মাছের বাস তা তাঁদের মোটামুটি জানা। কিন্তু যে মাছকে কেউ কখনও দেখেননি তাকে তো চেনা মুশকিল।
এমনই এক নতুন চেহারার মাছের দেখা পেলেন মৎস্য বিশারদরা। তাও আবার ভারতের এক বিখ্যাত নদীর জলে। এ নদীর জলের যেখানে স্রোত একটু বেশি সেখানে ছোট ছোট অনেক মাছের সঙ্গে এই একদম নতুন মাছটির দেখা পান বিশেষজ্ঞেরা।
ফলে তাঁরা কৌতূহলী হয়ে পড়েন। কারণ ব্রহ্মপুত্র নদের জলে এ মাছ এই প্রথম দেখতে পাওয়া গেল। মাছটির লেজের দিকে একটি কালো বড় ছোপ রয়েছে। এটা বেশ নজর কাড়ছে। যা দেখে একে চেনা যায়।
মাছটি নিয়ে গবেষণা শুরু হয়েছে। অসমের ওপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্রের জলে এই মাছের দেখা মিলেছে। অসমের ডিব্রুগড়ের কাছে নদীতে গবেষণার সময় এই মাছটির দেখা পান বিশেষজ্ঞেরা। তাই অসমের বিখ্যাত শহরের নামে এই মাছের নামকরণ করেছেন বিজ্ঞানীরা।
নদীর জলে পাওয়া এই নতুন প্রজাতির মাছটির নামকরণ করা হয়েছে পেথিয়া ডিব্রুগড়েনসিস। নদীর জলের বাস্তুতন্ত্রকে বুঝতে এই নতুন মাছ সাহায্য করবে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।
মাছটির বৈজ্ঞানিক নামকরণ হয়ে গেছে। তবে আগামী দিনে এই নতুন মাছ অনেক দেখা যেতে শুরু করলে তার একটি ডাকনাম তৈরি হতেই পারে। যে নামে তাকে সাধারণ মানুষ চিনবেন।
তবে ভারতের উত্তরপূর্ব প্রান্তের নদীর জলের চরিত্রের বর্তমান অবস্থা বুঝতে এই মাছ বড় ভূমিকা পালন করবে বলেই মনে করছেন মৎস্য বিজ্ঞানীরা।