World

অর্ডার দেওয়া খাবার ডেলিভারি করতে ম্যাচের মাঝে ঢুকে পড়লেন ডেলিভারি বয়

এখন অনলাইনেই খাবার অর্ডার দেওয়া যায়। অর্ডার দেওয়া খাবার গ্রাহকের হাতে পৌঁছে দেন ডেলিভারি বয়। খাবার ডেলিভারি করতে এবার ম্যাচের মাঝেই ঢুকে পড়লেন তিনি।

টানটান ম্যাচ বলে কথা। ২ দলের খেলোয়াড়রাই লড়ছেন নিজের দলকে জেতাতে। হাড্ডাহাড্ডি লড়াইও চলছে। গ্যালারিতে ভর্তি ২ দলের সমর্থক। তার মাঝেই সকলকে অবাক করে দিলেন অন্য এক ব্যক্তি।

তাঁর হাতে ধরা রয়েছে খাবারের প্যাকেট। তিনি ক্রমশ এগিয়ে আসছেন। আর এগিয়ে আসতে আসতে তিনি সটান ঢুকে পড়লেন কোর্টের মধ্যে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

বাস্কেটবল খেলার সময় কোর্টে ২ দলের খেলোয়াড় এবং রেফারি থাকতে পারেন। অন্য কেউ নয়। বাস্কেটবল বলেই নয়, অন্য কোনও খেলাতেই তৃতীয় কারও প্রবেশ নিষেধ।

কিন্তু এক্ষেত্রে সকলকে অবাক করে খেলা চলাকালীন কোর্টে হাঁটতে দেখা গেল এক অর্ডার দেওয়া খাবার পৌঁছে দেওয়া সংস্থার ডেলিভারি বয়কে।

তিনি এক রেফারির দিকে এগিয়ে আসছিলেন। তাঁকে কোর্টের মধ্যে দেখে সাময়িকভাবে খেলা বন্ধ হয়ে যায়। ওই ব্যক্তি জানান তিনি খাবার সঠিক লোকের হাতে তুলে দিতে এসেছেন।

পরে জানা যায় এক রেফারি খাবার অর্ডার দিয়েছিলেন। তাঁর সেই খাবারের প্যাকেট পৌঁছে দিতেই ওই ব্যক্তি সটান কোর্টে ঢুকে পড়েন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গে স্থানীয় ২টি কলেজের মধ্যে চলছিল এই টানটান বাস্কেটবল ম্যাচ। তখনই এই খাবার ডেলিভারি বয় খেলার মাঝে কোর্টে ঢুকে পড়েন।

ঘটনাটির খবর সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদমাধ্যমে হুহু করে ছড়িয়ে পড়ে। শুধু স্থানীয় মানুষজন বলেই নয়, বিশ্বের তাবড় সংবাদমাধ্যমেই এই খবর সাড়া ফেলে দেয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *