World

৮০ বছর আগে হয়েছিল বিয়ে, দম্পতি পালন করলেন ৮০ তম বিবাহবার্ষিকী

৫০ বছরের দাম্পত্য জীবনই কম মানুষের জীবনে আসে। সেখানে ৮০ তম বিবাহবার্ষিকী! অবাক করা হলেও এক দম্পতি পালন করলেন তাঁদের ৮০ তম বিবাহবার্ষিকী।

৮০ বছর বাঁচেন এমন মানুষের সংখ্যাই কম। বিয়ে তো অনেক দূরের কথা! বিয়ের ৫০টি বছর পার করতে পারাই একটা মাইলস্টোন ছোঁয়া অনেক দম্পতির কাছে।

সন্তান, নাতিপুতি নিয়ে ৫০ বছরের বিবাহবার্ষিকী পালন অনেকের জীবনের স্বপ্ন হয়। সেখানে ৮০টি বসন্ত দম্পতি হিসাবে পার করা তো একটা বিরলতম অভিজ্ঞতা। অনেকেরই মনে হতে পারে বিয়েই যদি ৮০ বছর হয়ে গেল তাহলে তাঁদের বয়স কত?


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সেটা ১৯৩৬ সাল। ২ জনেই তখন হাইস্কুলের পড়ুয়া। একই ক্লাসে পড়াকালীন তাঁদের আলাপ। সেই আলাপ ক্রমে প্রেমে পরিণত হয়। তারপর ১৯৪২ সালে তাঁরা বিয়ে করেন।

সেই থেকে দাম্পত্য জীবনের সূত্রপাত। এরপর বছরের পর বছর ঘুরেছে। মাঝে পেরিয়ে গেছে এক থেকে অন্য শতাব্দীতে পা রাখার মাহেন্দ্রক্ষণ।

এভাবেই ৮০টি বছর পার করে ২০২২ সালের ডিসেম্বরে তাঁরা পালন করলেন তাঁদের ৮০ বছরের বিবাহবার্ষিকী। বেশ ধুমধাম করেই পালিত হল দিনটা।

প্রসঙ্গত রবার্ট ও এডিথ এখন ১০২ বছর বয়স্ক নাগরিক। যেহেতু স্কুলে এক ক্লাসে পড়াকালীন আলাপ তাই ২ জনের বয়সও এক।

আমেরিকার পেনসিলভানিয়ার বাসিন্দা এই দম্পতি কিন্তু ৮০ তম বিবাহবার্ষিকীই শুধু পালন করলেন না, তাঁরা এক খবর তৈরি করলেন। একটা রেকর্ড গড়লেন।

যদিও পৃথিবীতে সবচেয়ে বেশি বছর দাম্পত্য জীবন কাটানো দম্পতির রেকর্ড হল ৮৬ বছর। সেই রেকর্ড ভাঙতে রবার্ট ও এডিথকে আরও কম করে ৭টি বসন্ত একসঙ্গে কাটাতে হবে। তাঁদের ৮০ তম বিবাহবার্ষিকীতে ২ জনের দীর্ঘায়ু ও আরও দীর্ঘ দাম্পত্য জীবন কামনা করেছেন সকলেই।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *