Entertainment

কেন পোল ডান্স রপ্ত করছেন পায়েল ঘোষ

এখন খুব মন দিয়ে পোল ডান্স অনুশীলন করে চলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। কারণও রয়েছে। আর এই অনুশীলনে তিনি একটানা দেখে চলেছেন জেনিফার লোপেজকে।

অবশ্যই পোল ডান্স নৃত্য শৈলীতে শরীরী আবেদনটা মারাত্মক। বিদেশি অনেক সিনেমা তো বটেই এমনকি কিছু ভারতীয় সিনেমাতেও সেই পোল ডান্স দেখানোর সাহসিকতা দেখিয়েছেন অভিনেত্রী থেকে পরিচালক। প্রধানত শরীরী আবেদনে ভরা এই শৈলী কিন্তু রপ্ত করা সহজ নয়। ফলে দরকার কঠোর অনুশীলনের।

হলিউড তারকা জেনিফার লোপেজ ২০১৯ সালে হাসলারস সিনেমায় তাঁর পোল ডান্স-এর দক্ষতা দেখিয়ে দিয়েছেন। এর আগেও অনেক অভিনেত্রী অবশ্য এই বিশেষ ধরনের নৃত্য শৈলীতে সিনেমার পর্দায় নিজের দক্ষতা তুলে ধরেছেন। অভিনেত্রী পায়েল ঘোষ অবশ্য জেনিফার লোপেজকেই তাঁর গুরু বানিয়ে ফেলেছেন।

আপাতত এই বঙ্গতনয়া অভিনেত্রী ব্যস্ত পোল ডান্স রপ্ত করার অনুশীলনে। বারবার দেখছেন জেনিফার লোপেজের পোল ডান্স। আর তা দেখে নিজেকে ক্রমশ নিখুঁত করে তুলছেন এই নাচে। কিন্তু কেন পোল ডান্স রপ্ত করতে উঠেপড়ে লেগে পড়লেন পায়েল?

অবশ্যই এর পিছনে রয়েছে তাঁর আগামী সিনেমা। নিউ ইয়র্ক টু হরিদ্বার সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন পায়েল। আর তাতেই রয়েছে এই পোল ডান্স। সেই পোল ডান্সটি সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে হবে পায়েল ঘোষকে। আর সেজন্যই এত পরিশ্রম।

পায়েল জানিয়েছেন সিনেমায় একটি গান রয়েছে। তাতে পোল ডান্স দেখানো দরকার। যা তাঁকেই ফুটিয়ে তুলতে হবে। সেজন্যই তিনি নিজেকে তৈরি করছেন।

পায়েল জানিয়েছেন জেনিফারের পোল ডান্স দেখে তিনি মুগ্ধ। আপাতত অনলাইনেই তাঁর অনুশীলন চলছে। করোনা পরিস্থিতির একটু উন্নতি হলে তিনি এক প্রশিক্ষকের কাছেও যাবেন। তাঁর কাছেও অনুশীলন করবেন। যাতে তিনি নিজের সেরাটা পোল ডান্স করার সময় তুলে ধরতে পারেন।

এখন সিনেমা তৈরির পরই জানা যাবে এই কঠিন অনুশীলনের পর পায়েল কতটা সফল হতে পারলেন পোল ডান্সে নিজের দক্ষতা তুলে ধরতে।

পায়েল সকলের কাছে আবেদন করেছেন সকলকে একসঙ্গে অতিমারির বিরুদ্ধে লড়াই করতে হবে। মানতে হবে যাবতীয় নিয়মবিধি। এদিকে নিউইয়র্ক টু হরিদ্বার সিনেমাটির একটা বড় অংশের শ্যুটিং হতে চলেছে নিউ ইয়র্ক ও হরিদ্বারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More
Back to top button