National

সংসদের বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী

বর্ষায় প্রতি বছরই বসে সংসদের বাদল অধিবেশন। তবে দিনক্ষণ প্রতিবছরই বদলায়। এবার বাদল অধিবেশন বসতে চলেছে আগামী ১৮ জুলাই থেকে। অধিবেশন চলবে ১০ অগাস্ট পর্যন্ত। সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি এ বিষয়ে সিলমোহর দেওয়ার পর এদিন বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার।

বাদল অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার কথা রয়েছে। যারমধ্যে রয়েছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের সাংবিধানিক মর্যাদা সংক্রান্ত বিল, তিন তালাক সংক্রান্ত বিল সহ আরও বেশ কিছু বিল। মন্ত্রী এদিন জানান, বাদল অধিবেশনে মোট ১৮টি সিটিং হতে চলেছে। তবে এটা খাতায় কলমে। বিভিন্ন ইস্যুতে সংসদ কদিন উত্তাল থাকে। কদিন ২ কক্ষে কাজ হয়। আর কদিনই বা হৈ হট্টগোলে সংসদের অধিবেশন দিনের মত স্থগিত হয়ে যায় সেদিকেই চেয়ে দেশবাসী।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *