National

রাজ্যসভা নির্বাচন শেষ, এবার গণনা

১৫টি রাজ্যের ৫৯ জন সাংসদ নির্বাচনের জন্য শুক্রবার সকাল থেকেই হল ভোট গ্রহণ। সব রাজ্যের বিধানসভায় নিয়ম মেনেই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট দেন বিধায়কেরা। এই নির্বাচনে সাধারণত আগে থেকেই পরিস্কার থাকে কোন রাজ্য থেকে কেকে নির্বাচিত হতে চলেছেন। কারণ এখানে ভোট হয় কোন দলের কত বিধায়ক রয়েছেন তার হিসাবের ওপর। তার ওপর ভোটে দেওয়ার পর দলীয় এজেন্টকে দেখাতে হয় কাকে ওই বিধায়ক ভোট দিলেন। সমস্যা একটাই ক্রসভোটিং। যা এদিনও উত্তরপ্রদেশে দেখতে পাওয়া গেছে। বেশ কয়েকজন সপা বিধায়ক এদিন বিজেপিকে ভোট দিয়েছেন। তাতে বেশ শোরগোলও পাকিয়েছিল ভোটচলাকালীন।

একবার দেখে নেওয়া যাক কোন রাজ্য থেকে কতজন এদিন সাংসদ হতে চলেছেন। পশ্চিমবঙ্গ থেকে ৫ জন সাংসদ হতে চলেছেন। যারমধ্যে ৪ জন তৃণমূল ও ১ জন কংগ্রেস প্রার্থী। উত্তরপ্রদেশে রয়েছে ১০টি আসন। যেখানে সপা প্রার্থী হিসাবে ফের সাংসদ হতে চলেছেন জয়া বচ্চন। বিজেপির হতে রয়েছেন অরুণ জেটলির মত হেভিওয়েট প্রার্থী। তেলেঙ্গানাতে ক্ষমতাসীন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতিই ৩টি আসনে তাদের প্রার্থীকে সংসদে পাঠাতে চলেছে। ঝাড়খণ্ডে রয়েছে ২টি সিট। সেখানে লড়াই বিজেপি ও কংগ্রেস প্রার্থীর জন্য। এখানে ভোটের অঙ্কে যে জিতবেন তিনিই সংসদে যাবেন। অন্ধ্রতে কোনও প্রতিযোগিতা সেই অর্থে নেই। ৩টি আসনের মধ্যে টিডিপি ২টিতে ও ওয়াইএসআরসি ১টি আসনে জিতে প্রার্থী পাঠাচ্ছে রাজ্যসভায়। মহারাষ্ট্রে রয়েছেন ৬ জন প্রার্থী। এঁরা বিনা প্রতিযোগিতাতেই নির্বাচিত। ৬ এর মধ্যে ৩টি বিজেপির, ১টি কংগ্রেসের, ১টি এনসিপির এবং ১টিতে শিবসেনার প্রার্থী রয়েছেন। এঁদের সংসদে যাওয়া নিশ্চিত। ছত্তিসগড় থেকে ২ জন যাচ্ছেন সংসদের উচ্চকক্ষে। ১ জন বিজেপির এবং ১ জন কংগ্রেসের। কর্ণাটকে ৪টি আসনের মধ্যে ৩টি কংগ্রেসের নিশ্চিত। বাকি ১টির জন্য লড়াই বিজেপি ও জেডিএসের মধ্যে। বিহারের ৬টি আসনের মধ্যে জেডিইউ-র ২ জন, আরজেডি-র ২ জন, কংগ্রেসের ১ জন ও বিজেপির ১ জন করে প্রার্থী রাজ্যসভায় যাচ্ছেন। মধ্যপ্রদেশের ৫টি আসনে এদিন রাজ্যসভার সাংসদ বাছাই। যারমধ্যে বিজেপির ৪টি ও কংগ্রেসের ১টি আসন পাকা। গুজরাটের ৪টি আসনে নির্বাচনে বিজেপি ও কংগ্রেস ২ জন করে প্রার্থী রাজ্যসভায় পাঠাচ্ছে। হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ড মিলিয়ে বিজেপি ২ জন সাংসদ রাজ্যসভায় পাঠাচ্ছে। হরিয়ানার ১টির মধ্যে ১টি আসনই যাচ্ছে বিজেপির ঝুলিতে। রাজস্থানের ৩টি আসনে এদিন বিজেপি প্রার্থীরাই রাজ্যসভার পথে। ওড়িশায় ক্ষমতাসীন বিজু জনতা দলেরই ৩ জন প্রার্থী এদিন রাজ্যসভার ছাড়পত্র পেয়ে গেছেন।


Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button