National

রাজ্যসভায় পেশ হল তিন তালাক বিল

লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেছে তিন তালাক বিল। সংসদের নিম্নকক্ষে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। ফলে বিলটি পাশ করাতে অসুবিধা হয়নি। কিন্তু রাজ্যসভায় এখনও তারা সংখ্যালঘু। ফলে সংসদের উচ্চকক্ষে বিল পাশ করানোটাই তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। এদিন বিল পেশ হওয়ার পরই সেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কেন্দ্রকে।

তৃণমূল সাংসদরা বিলের বিরোধিতা করে তুমুল হৈচৈ শুরু করেন। পাশে পান কংগ্রেসকে। কংগ্রেসের তরফে আনন্দ শর্মা বিলটিকে রাজ্যসভার সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন। কমিটির সদস্য কারা হবেন তার নামের তালিকাও প্রস্তাব করেন তিনিই। এদিন বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠাতে কংগ্রেস মরিয়া অবস্থান নেয়। ফলে সভার কাজ ব্যাহত হতে থাকে। বিরোধীদের প্রবল হট্টগোলে অবশেষে সভা দিনের মত মুলতুবি করে দেন ডেপুটি স্পিকার পিজে কুরিয়েন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *