৫৩ সাংসদের রাজ্যসভা থেকে অবসর
সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে অবসর নিলেন ৫৩ জন সাংসদ। শুক্রবার তাঁদের অবসর গ্রহণ কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। ৫৩ জনের মধ্যে কংগ্রেসের ১৬ জন সাংসদ রয়েছেন। এদের জায়গায় কতজন তারা ফেরত পাবে তা এখনও পরিস্কার নয়। অন্যদিকে বিজেপির ৫ জন সাংসদ এদিন আইন মেনে অবসর নিলেও তাদের ফের রাজ্যসভায় ফেরানো হবে বলে জানিয়ে দিয়েছে বিজেপি। ফলে বিজেপির হারানোর কিছু নেই। এদিন সাংসদদের অবসর গ্রহণের প্রাক মুহুর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে বিদায়ী সাংসদদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী হিসাবে বছরের কার্যকালে এই সাংসদদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতেও তাঁর পথ চলায় সাহায্য করবে বলে জানান তিনি। সাংসদরা অবসর নিলেও সরকার বিভিন্ন বিষয়ে তাঁদের সঙ্গে রাখবে বলেও জানান প্ৰধানমন্ত্রী। পাশাপাশি কার্যত আক্ষেপের সুরেই প্রধানমন্ত্রী বলেন যে তাঁদের অবসরের আগেই জিএসটি বিল পাশ হলে তিনি খুশি হতেন। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও রাজ্যসভায় বিরোধীদের পাল্লা ভারী। এদিনের অবসর সেই জায়গায় বিজেপিকে কিছুটা হলেও রাজ্যসভায় পায়ের তলায় মাটি দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।