বদলে গেছে ৭৮ শতাংশ রেলপথ, আরও কম সময় লাগবে গন্তব্য ছুঁতে
রেলযাত্রীদের জন্য খুশির খবর দিলেন রেলমন্ত্রী। সংসদে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি যা জানালেন তা অবশ্যই দূরদূরান্তে যাত্রা করা মানুষের উপকারে লাগবে।

রেলপথে যাত্রা করা মানুষের সংখ্যা ভারতে প্রচুর। নিত্যযাত্রীরা যাঁরা প্রাত্যহিক রেলপথে অফিস বা কর্মস্থলে যাতায়াত করেন। আর রয়েছেন দূরপাল্লার যাত্রী। যাঁরা কোনও কাজে হোক বা বেড়াতে হোক বা অন্য কোনও কারণে হোক দূরে যাত্রা করে থাকেন।
যাঁরা এই দূরপাল্লায় যাত্রা করে থাকেন তাঁদের জন্য একটা দারুণ সুখবর শোনালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানান এখন উন্নয়নের হাত ধরে ভারতীয় রেলের ৭৮ শতাংশ রেলপথকে বদলে ফেলা হয়েছে।
বদলের পর এখন তা ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বা তার চেয়েও বেশি গতিতে ছুটে চলা ট্রেনের উপযুক্ত হয়ে উঠেছে। ফলে এই লাইনের ওপর দিয়ে যাওয়ার সময় ট্রেনগুলির ১১০ কিলোমিটার বা তার চেয়েও বেশি গতিতে ছুটতে সমস্যা হবেনা।
এতে গন্তব্যে পৌঁছনোর সময় অনেকটা কমবে। ট্রেনের গতি অনেকটাই বৃদ্ধি পাবে। ৭৮ শতাংশ রেলপথ-এর উপযুক্ত মানে ভারতের সিংহভাগ রেলপথই এখন ঘণ্টায় ১১০ কিলোমিটার বা তার চেয়ে বেশি গতির ট্রেনের জন্য তৈরি। গতি এবং ট্রেনের কথা বলতে গিয়ে রেলমন্ত্রী বন্দে ভারত ট্রেনের প্রসঙ্গ টেনে আনেন।
বন্দে ভারত ট্রেনগুলি এখন চেয়ার কার পরিষেবা প্রদান করে থাকে। কিন্তু বন্দে ভারতেও স্লিপার চালু করার পথে এগিয়েছে রেলমন্ত্রক। ইতিমধ্যেই বন্দে ভারত ট্রেনের একটি স্লিপার কোচ তৈরি এবং তার পরীক্ষা শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা